বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশজুড়ে সম্প্রসারিত হচ্ছে রেলপথ (Indian Railways)। সেই রেশ বজায় রয়েছে আমাদের রাজ্যেও। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন সাধারণ মানুষ। এমতাবস্থায়, দুর্গাপুর-বাঁকুড়া রেলপথের বিষয়ে বড় আপডেট সামনে এসেছে। মূলত, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র তত্ত্বাবধানেই এই প্রকল্পের কাজে গতি এসেছে।
সমীক্ষার কাজ রেলওয়ে (Indian Railways) বোর্ড দ্বারা অনুমোদিত হয়েছে:
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই বেলিয়াতোড়-দুর্গাপুর রেল (Indian Railways) লাইনের সমীক্ষার কাজ রেলওয়ে বোর্ড দ্বারা অনুমোদিত হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, DPR সংক্রান্ত কাজ করার ক্ষেত্রে ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে ৭০ লক্ষ টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরেই দুর্গাপুর এবং বাঁকুড়ার মধ্যে রেল যোগাযোগ সম্পন্ন করার লক্ষ্যে দাবি তোলা হয়েছে। প্রতিনিয়ত বিপুলসংখ্যক মানুষ কর্মসূত্রে দুর্গাপুর থেকে বাঁকুড়ায় আসেন। আবার ঠিক এর উল্টোটাও ঘটে। অর্থাৎ, বাঁকুড়া থেকেও প্রচুর মানুষ দুর্গাপুর যান। এর পাশাপাশি, পর্যটনের ক্ষেত্রেও এই রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সামগ্রিকভাবে, এই প্রকল্প দুর্গাপুর এবং বাঁকুড়ার জন্য গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: অপারেশন সিঁদুরের প্রতিশোধ নিতে জেহাদ ঘোষণা! গোপনে তথ্য পেয়ে পর্দাফাঁস আল কায়দা জঙ্গি মডিউলের
মূলত, দুর্গাপুর থেকে এই নতুন লাইনের মাধ্যমে দামোদরের দক্ষিণ প্রান্ত থেকে অজয় নদের উত্তর প্রান্ত পর্যন্ত রেলপথের সংযোগ মসৃণ হবে। এদিকে, দুর্গাপুর এমনিতেই উত্তর ভারত এবং পূর্ব ভারতের বাকি অংশকে সংযোগকারী জংশন হিসেবে বিবেচিত হয়। তাই, এই প্রকল্প যাত্রীদেরও সুবিধা প্রদান করবে।
আরও পড়ুন: PNB-র গ্রাহকেরা হয়ে যান সাবধান! এই কাজটি না করলেই বন্ধ হবে অ্যাকাউন্ট, সতর্কতা জারি করল ব্যাঙ্ক
এদিকে, ইতিমধ্যেই এই গুরুত্বপূর্ণ প্রকল্পের (Indian Railways) প্রসঙ্গে সৌমিত্র খাঁ জানিয়েছেন, “বাংলার কানেক্টিভিটির ক্ষেত্রে এটি একটি বড় ধাপ।” পাশাপাশি, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে গতিশক্তি ভিশনের আওতায় এই ধরনের পরিকাঠামাকে ত্বরান্বিত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।