বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রেল সফরকে আরও আরামদায়ক করতে বড় পরিবর্তন আনল রেল মন্ত্রক (Indian Railways)। বিশেষ করে প্রবীণ নাগরিক এবং ৪৫ বছরের বেশি বয়সী মহিলারা, যাঁরা ট্রেনে লোয়ার বার্থ না পেয়ে সমস্যায় পড়তেন, তাঁদের জন্য এবার বড় স্বস্তির খবর। রাজ্যসভায় দাঁড়িয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, টিকিট বুকিংয়ের সময় যাত্রী লোয়ার বার্থ অপশন না বাছলেও, সিস্টেম নিজে থেকেই বয়স ও লিঙ্গ অনুযায়ী লোয়ার বার্থ দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ, লোয়ার বার্থ বরাদ্দ পুরোপুরি স্বয়ংক্রিয় হয়ে গেল।
লোয়ার বার্থ পাওয়া এখন আরও সহজ
রেলমন্ত্রী জানান, স্লিপার, ৩-এসি এবং ২-এসি কোচে প্রবীণ নাগরিক, ৪৫ বছরের ঊর্ধ্বে মহিলা এবং গর্ভবতী মহিলাদের জন্য আলাদা কোটা রাখা হয়েছে। কোচভেদে সংরক্ষিত লোয়ার বার্থের সংখ্যা হল –
- স্লিপার: ৬–৭ টি
- ৩-এসি: ৪–৫ টি
- ২-এসি: ৩–৪ টি
এই পরিবর্তনের ফলে বয়স্ক যাত্রী এবং মহিলা যাত্রীরা আগের তুলনায় অনেক সহজে নিচের সিট পাবেন।
দিব্যাঙ্গ যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা
রেলমন্ত্রী আরও জানান, শুধু প্রবীণ বা মহিলা নন, দিব্যাঙ্গ যাত্রীদের জন্যও সব মেল, এক্সপ্রেস, রাজধনী এবং শতাব্দী ট্রেনে আলাদা সিট সংরক্ষিত থাকে।
- স্লিপার ও ৩-এসি ক্লাসে: ৪টি সিট সংরক্ষিত, ২টি লোয়ার, ২টি মিডল
- চেয়ার কার (2S ও CC): ৪টি সিট সংরক্ষিত
যাত্রাপথে যদি কোনো লোয়ার বার্থ খালি থাকে, তাহলে টিটিই অগ্রাধিকার দিয়ে তা দিব্যাঙ্গ, প্রবীণ বা গর্ভবতী মহিলাদের বরাদ্দ করতে পারেন।
যাত্রীদের জন্য কোচে একাধিক আধুনিক সুবিধা
রেলমন্ত্রী জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য বাড়াতে কোচগুলিতে বড় পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে দিব্যাঙ্গ যাত্রীদের কথা মাথায় রেখে। পরিবর্তন গুলি হল-
- টয়লেট ও দরজা চওড়া করে হুইলচেয়ার প্রবেশযোগ্য করা হয়েছে।
- টয়লেটে গ্র্যাব রেল, সঠিক উচ্চতায় ওয়াশবেসিন ও আয়না বসানো হয়েছে
- কোচে ব্রেইল সাইনেজ লাগানো হয়েছে দৃষ্টিহীন যাত্রীদের জন্য
- বন্দে ভারত ট্রেনে প্রথম ও শেষ কোচে হুইলচেয়ারের জন্য বিশেষ জায়গা ও বিশেষ টয়লেট

আরও পড়ুনঃ ‘এটা স্পষ্ট চক্রান্ত’, গীতাপাঠের মঞ্চে মমতা সরকারকে নিশানা সুকান্তর, কিসের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা?
রেলের (Indian Railways) নতুন নিয়মে যাত্রীদের দুশ্চিন্তা কমবে
রেল মন্ত্রকের এই স্বয়ংক্রিয় লোয়ার বার্থ বরাদ্দের সিদ্ধান্তে প্রবীণ নাগরিকদের যাত্রা অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। পরিবারের বয়স্ক সদস্যদের নিয়ে ভ্রমণে যাঁরা আগে চিন্তায় থাকতেন, তাঁদের জন্য এই ব্যবস্থা অনেক বড় সুবিধা (Indian Railways)।












