উৎসবের মুখে ‘কল্পতরু’ পূর্ব রেল, ৩ টি স্টেশনের জন্য একগুচ্ছ ‘স্পেশ্যাল’ ট্রেনের ঘোষণা, লটারি লাভ যাত্রীদের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শুরু হতে চলেছে উৎসবের মরশুম। কলকাতার দুর্গাপুজো ছাড়াও বিভিন্ন উৎসব উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন রুটের ট্রেনের (Indian Railways) টিকিটের চাহিদা বাড়বে হু হু করে। এই সময় তাই যাত্রীদের সুবিধার্থে উৎসবের জন্য স্পেশ্যাল কিছু ট্রেনের ব্যবস্থা করা হয়। এতে যেমন টিকিটের চাহিদা বৃদ্ধিকে সামাল দেওয়া যায়, তেমনই আবার যাত্রীরা আরামে সফরও করতে পারেন।

উৎসবের মরশুমে স্পেশ্যাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের (Indian Railways)

এবারের উৎসবের মরশুমের মরশুম উপলক্ষে পূর্ব রেলওয়ের তরফে তিনটি স্পেশ্যাল ট্রেন (Indian Railways) চালু করা হচ্ছে। জানা যাচ্ছে, হাওড়াকে খাটিপুরার সঙ্গে, কলকাতাকে ভাদোদরার সঙ্গে এবং মালদহ টাউনকে উধনার সঙ্গে জুড়বে নতুন তিনটি স্পেশাল ট্রেন (Indian Railways) পরিষেবা। কোন সময়ে পরিষেবা মিলবে এই স্পেশ্যাল ট্রেনগুলির?

Indian railways eastern region announced special trains

কোন ট্রেন কখন ছাড়বে: ০৩০০৭ হাওড়া-খাটিপুরা পুজো স্পেশ্যাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে রাত নটায়। ২৮ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৬ টি ট্রিপ করবে ট্রেনটি। প্রতি রবিবার ট্রেনটি (Indian Railways) হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিনে খাটিপুরা পৌঁছাবে সাড়ে তিনটে নাগাদ। ০৩০০৮ খাটিপুরা-হাওড়া পূজা স্পেশ্যাল ট্রেন ৩০ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৬ টি ট্রিপ করবে। প্রতি মঙ্গলবার খাটিপুরা থেকে ৭ টা ৩৫ মিনিটে ছেড়ে পরদিন ৪ টে ৫০ মিনিটে হাওড়া পৌঁছাবে ট্রেনটি। রেল সূত্রে খবর, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডি স্টেশনে উভয় দিকেই থামবে। এই ট্রেনটিতে (Indian Railways) স্লিপার ক্লাস, জেনারেল সেকেন্ড ক্লাস এবং এসি কোচের ব্যবস্থা থাকছে।

আরও পড়ুন : চেনা সবজির অচেনা স্বাদ, মাছ-মাংসও ফেল পটলের এই রেসিপির কাছে!

কোন কোন স্টেশনে থামবে: ০৩১০৯ কলকাতা-ভাদোদরা পুজা স্পেশ্যাল ৩০ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ৯ টি ট্রিপ করবে। প্রতি মঙ্গলবার কলকাতা থেকে আটটায় ছেড়ে পরের দিন ৭ টা ৪৫ মিনিটে পৌঁছাবে ভাদোদরা জংশনে। ০৩১১০ ভদোদরা-কলকাতা পুজা স্পেশ্যাল (Indian Railways) ২ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৯ টি ট্রিপ করবে। প্রতি বৃহস্পতিবার ৪ টে ৪৫ মিনিটে ভাদোদরা জংশন থেকে ছেড়ে তৃতীয় দিনে ৪ টে ৫ মিনিটে পৌঁছাবে কলকাতায়। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডি স্টেশনে উভয় দিকে থামবে ট্রেনটি (Indian Railways)। এই ট্রেনেও স্লিপার ক্লাস, জেনারেল সেকেন্ড ক্লাস এবং এসি কোচের ব্যবস্থা থাকছে।

আরও পড়ুন : ব্রেক জার্নির ঝক্কি শেষ! বাঁচবে সময়ও, শহিদ ক্ষুদিরাম থেকে এক মেট্রোতেই এবার সোজা বিমানবন্দর!

০৩৪১৭ মালদা টাউন-উধনা পুজা স্পেশ্যাল ট্রেন ২৭ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ৭ টি ট্রিপ করবে। প্রতি শনিবার ১২ টা ২০ তে মালদহ টাউন থেকে ছেড়ে তৃতীয় দিনে উধনা পৌঁছাবে রাত ১২ টা ৪৫ মিনিটে। ০৩৪১৮ উধনা–মালদহ টাউন পুজো স্পেশ্যাল (Indian Railways) ২৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৭ টি ট্রিপ করবে। প্রতি সোমবার উধনা থেকে ছেড়ে তৃতীয় দিনে ২ টো ৫৫ মিনিটে পৌঁছাবে মালদহ টাউনে। পূর্ব রেলওয়ের নিউ ফারাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর স্টেশনে দুদিকেই থামবে। এই ট্রেনটিতে (Indian Railways) জেনারেল সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাস থাকছে। রেল সূত্রে খবর, ০৩০০৭ হাওড়া-খাটিপুরা পুজো স্পেশ্যাল, ০৩১০৯ কলকাতা-ভাদোদরা পুজো স্পেশ্যাল, ০৩৪১৭ মালদহ টাউন-উধনা পুজো স্পেশ্যাল ট্রেনের টিকিট PRS এবং ইন্টারনেটের মাধ্যমে বুক করা যাবে।