বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে একটু বড় ঘোষণা করা হল। এবার ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম অফ কর্পোরেশন শীঘ্রই একটি নতুন নিয়ম আনতে চলেছে। যার ফলে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। অনলাইনে টিকিট বুকিং শুধুমাত্র আধার-যাচাইকৃত IRCTC অ্যাকাউন্টের মাধ্যমে সম্ভব হবে। অর্থাৎ যাদের অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা নেই তারা কেবল নির্ধারিত সময়ের মধ্যে টিকিট বুক করতে পারবেন। ১২ জানুয়ারি, ২০২৬ থেকে, আধার আইডি ছাড়া আর অনলাইন টিকিট বুকিং সম্ভব হবে না।
২০২৬ সাল থেকে IRCTC বদলাচ্ছে বুকিংয়ের সময় ও নিয়ম (Indian Railways)
রেলওয়ে সূত্রের তরফ থেকে জানা গিয়েছে এই ভুয়া অ্যাকাউন্ট নেটওয়ার্ক নির্মূল করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত প্রায় তিন কোটি ভুয়া আইআরসিটিসির অ্যাকাউন্ট বন্ধ করার হয়েছে। আরো তিন কোটি অ্যাকাউন্ট শনাক্ত করি সেই অ্যাকাউন্ট গুলো বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মোট ৬ কোটি ভুয়ো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশ করলেই রেলে চাকরি! একসঙ্গে ২২ হাজার শূন্যপদে নিয়োগের বড় ঘোষণা
নতুন এই নিয়ম অনুযায়ী, ৫ জানুয়ারি ২০২৬ থেকে এই সময়সীমা সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বানানো হবে। এরপর ১২ জানুয়ারি ২০২৬ থেকে উদ্বোধনের দিন সকাল ৮টা থেকে রাত ১২ টা পর্যন্ত অর্থাৎ পুরো দিনের জন্য শুধুমাত্র আধার যাচাইকৃত অ্যাকাউন্ট এর মাধ্যমে টিকিট বুকিং করা সম্ভব হবে। পাশাপাশি এই নতুন নিয়মটি শুধুমাত্র অনলাইন বুকিং এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পিআরএস কাউন্টারের মাধ্যমে টিকিট বুকিংএ কোন পরিবর্তন হচ্ছে না।
এই নতুন নিয়মের ফলে এগিয়ে নিয়ে আসা হয়েছে রিজার্ভেশনে চার্টের সময়। এখন থেকে ভোর ৫:০১ থেকে দুপুর ২:০০ পর্যন্ত চলাকালীন ট্রেনগুলির প্রথম চাট আগের দিন ও রাত ৮:০০ তার মধ্যে প্রস্তুত করা হবে। অপরদিকে, দুপুর ২:০১ থেকে রাত ১১:৫৯ এবং রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলাচলকারী ট্রেনগুলির ক্ষেত্রে প্রথম চার্ট সাধারণত যাত্রার অন্তত ১০ ঘণ্টা আগে প্রকাশ করা হবে।
এর পাশাপাশি এই অগ্রিম রিজার্ভেশন পিরিয়ডের সময়সীমা কমিয়ে নিয়ে আসা হয়েছে। এর আগে সময়সীমা ছিল ১২০ দিন। যা বর্তমানে কমিয়ে ৬০ দিন করা হয়েছে। পাশাপাশি আধার যাচাইয়ের সময়সীমা ও পুনর্বিন্যাস করা হয়েছে।
এই নতুন নিয়মের ফলে রেল কর্তৃপক্ষ যাত্রীদের দ্রুততাদের আইআরসিটিসি অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিংকআপ করানোর পরামর্শ দিয়েছে। তা না হলে 2026 সালের জানুয়ারি থেকে অনলাইন টিকিটের বুকিং এর ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা (Indian Railways)।












