বাংলাহান্ট ডেস্ক : বছরের শেষলগ্নে ছুটির মুডে রয়েছেন সকলে। বিভিন্ন পর্যটনস্থলেও বাড়বে ভিড়। বাঙালির কাছে ‘দীপুদা’র আকর্ষণ বরাবরই বেশি। আর এবার দীঘার পর্যটকদের জন্য বড় ঘোষণা করল ভারতীয় রেল (Indian Railways)। একাধিক ট্রেনের জন্য স্টেশনের স্টপেজ বাড়াল রেল। দক্ষিণ পূর্ব রেলের তরফে এই অস্থায়ী স্টপেজ বাড়ানো হয়েছে।
একাধিক ট্রেনের অস্থায়ী স্টপেজ বাড়াল রেল (Indian Railways)
২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাঁচি, পুরী, কামাখ্যাগামী বেশ কিছু ট্রেন স্টপেজ দেবে গড়বেতা স্টেশনে। ঘোষণা অনুযায়ী, ১৩৪১৭ দিঘা-মালদা টাউন এক্সপ্রেস ২৫.১২.২০২৫ তারিখে, ১৩৪১৮ মালদা টাউন-দিঘা এক্সপ্রেস ২৫.১২.২০২৫ তারিখে, ১৮৪১৯ পুরী-জয়নগর এক্সপ্রেস ২৫.১২.২০২৫ তারিখে অস্থায়ী স্টপেজ দেবে।

কোন কোন ট্রেন দাঁড়াবে: ১৮৪২০ জয়নগর-পুরী এক্সপ্রেস ২৭.১২.২০২৫ তারিখে, ১৮৬২৭ হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ২৮.১২.২০২৫ তারিখে, ১৮৬২৮ রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ২৮.১২.২০২৫ তারিখে, ১৮৪৪৯ পুরী-পাটনা এক্সপ্রেস ২৯.১২.২০২৫ তারিখে দাঁড়াবে গড়বেতায়।
আরও পড়ুন : মমতার জনসভায় সোনার হার খোয়ালেন একাধিক মহিলা! ‘দুষ্কৃতীদের আখড়া’, কটাক্ষ শুভেন্দুর
প্রকাশ্যে এল তালিকা: ১৮৪৫০ পাটনা-পুরী এক্সপ্রেস ৩১.১২.২০২৫ তারিখে, ১৩৫০৬ আসানসোল-দিঘা এক্সপ্রেস ২৮.১২.২০২৫ তারিখে, ১৩৫০৫ দিঘা -আসানসোল এক্সপ্রেস ২৮.১২.২০২৫ তারিখে, ১৫৬৪০ কামাখ্যা-পুরী এক্সপ্রেস (Indian Railways) ২৮.১২.২০২৫ তারিখে এবং ১৫৬৩৯ পুরী-কামাখ্যা এক্সপ্রেস ৩০.১২.২০২৫ তারিখে দাঁড়াবে গড়বেতায়।
আরও পড়ুন : মেসিকে গ্র্যান্ড ওয়েলকাম জানাতে প্রস্তুত কলকাতা! আসছেন শাহরুখও, অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা
বছর শেষে উৎসবের আমেজে অনেকেই ঘুরতে যেতে পছন্দ করেন। দীঘা পুরীর পাশাপাশি ভিড় বাড়ে অন্যত্রও। এই পর্যটনের মরশুমে আমজনতার সুবিধার্থেই এই উদ্যোগ রেলের।












