বাংলাহান্ট ডেস্ক : বছর শেষে রেলযাত্রীদের জন্য ঢালাও সুখবর। শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য নতুন এসি ট্রেন (Indian Railways) থেকে দমদম স্টেশনে নির্দিষ্ট ট্রেনের জন্য প্ল্যাটফর্মও নির্দিষ্ট করে দেওয়া হল। নয়া নির্দেশিকায় বিভিন্ন রুটের ট্রেন নিয়ে একগুচ্ছ নির্দেশ জারি করেছে রেল।
একগুচ্ছ নতুন ট্রেনের (Indian Railways) ঘোষণা হয়েছে
কল্যাণী, কৃষ্ণনগর এসি ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। শিয়ালদহ থেকে কল্যাণী আপ ও ডাউন এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগর আপ ও ডাউন নতুন এসি ট্রেন চালু করা হচ্ছে। ইতিমধ্যেই সামনে এসেছে এই দুই ট্রেনের সময়সূচী। শিয়ালদহ থেকে কল্যাণী ছাড়বে ৩ টে ১০ এ। ট্রেনটি থামবে বিধাননগর,দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচরাপাড়া স্টেশনে। কল্যাণী থেকে শিয়ালদহ ট্রেন ছাড়বে ৫ টা ০২ মিনিটে। একই স্টেশনে দাঁড়াবে ট্রেন। অন্যদিকে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ট্রেন (Indian Railways) ছাড়বে ১১ টা ৫৫ তে। যাত্রাপথে থামবে বিধাননগর,দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ, রানাঘাট, কালীনারায়ণপুর, বীরনগর, তাহেরপুর স্টেশনে। কৃষ্ণনগর থেকে শিয়ালদহ এসি ট্রেন ছাড়বে ৩ টে ৫৭ মিনিটে।

বিধাননগরে কোন প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে: বিধাননগর এবং দমদম জংশন স্টেশনের ক্ষেত্রে কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন দাঁড়াবে তাও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। শিয়ালদহ থেকে ব্যারাকপুরগামী সব ট্রেন দাঁড়াবে ১ নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্টগামী সব ট্রেন দাঁড়াবে ২ নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদহ-ডানকুনি গামী ট্রেন দাঁড়াবে ২ নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদহ-দমদম জংশনগামী ট্রেন, আপ মেইন লাইনের প্যাসেঞ্জার, ইএমইউ ট্রেন, শিয়ালদহ বা কলকাতা থেকে সব এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে ২ নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর গামী ৩ টে ২০ মিনিটের ট্রেনটি দাঁড়াবে ২ নম্বরে। শিয়ালদহ থেকে কাটোয়াগামী ৮ টা ০৬ মিনিটের ট্রেন, শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী ৯ টা ৪৮ মিনিটের এসি ট্রেন দাঁড়াবে ২ নম্বর প্ল্যাটফর্মে। রাত ৮ টা ৪২ এর শিয়ালদহ থেকে বারুইপাড়াগামী ট্রেন, রাত ৯ টা ০৪ এর শিয়ালদহ থেকে বনগাঁ গামী ট্রেন দাঁড়াবে ১ নম্বর প্ল্যাটফর্মে।
আরও পড়ুন : নথিপত্র ছাড়াই ২০১০ থেকে বাংলায়! SIR আতঙ্কে অবৈধ বাংলাদেশিদের ফেরার হিড়িক, কটাক্ষ সুকান্তর
দমদমে কোন প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে: শিয়ালদহ থেকে ব্যারাকপুরগামী সব ট্রেন দমদম জংশন স্টেশনে থামবে ১ নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদহ থেকে দমদম ক্যান্টনমেন্টগামী, শিয়ালদহ থেকে দমদম জংশনগামী, শিয়ালদহ থেকে ডানকুনিগামী, আপ মেইন লাইনের প্যাসেঞ্জার, ইএমইউ ট্রেন, কলকাতা স্টেশন থেকে আসা সব প্যাসেঞ্জার ট্রেনশিয়ালদহ বা কলকাতা থেকে সব এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে ৩ নম্বরে। ব্যারাকপুরগামী সার্কুলার লাইনের সাব আর্বান ট্রেন (Train) দাঁড়াবে ৪ নম্বরে। শিয়ালদহ থেকে ৩ টে ২০-র কৃষ্ণনগর গামী ট্রেন, শিয়ালদহ থেকে কাটোয়া গামী ৮ টা ০৬ মিনিটের ট্রেন, শিয়ালদহ থেকে ৯ টা ৪৮ মিনিটের কৃষ্ণনগরগামী এসি ট্রেন থামবে ৩ নম্বর প্ল্যাটফর্মে।শিয়ালদহ থেকে রাত ৮ টা ৪২ মিনিটের বারুইপাড়াগামী ট্রেন, শিয়ালদহ থেকে রাত ৯ টা ০৪ এর বনগাঁ গামী ট্রেন দাঁড়াবে ১ নম্বর প্ল্যাটফর্মে।
আরও পড়ুন : তিন ঘন্টার বৈঠকে মুখোমুখি জিতু-দিতিপ্রিয়া, কী ভবিষ্যৎ ‘চিরদিনই তুমি যে আমার’এর?
দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ যাওয়ার ট্রেন ছাড়বে রাত ৮ টা ০৫ এ। বনগাঁ থেকে বারাসত গামী ট্রেন ছাড়বে রাত ১০ টায়। এই দুটি নতুন প্যাসেঞ্জার ট্রেনের ঘোষণা করা হয়েছে রেলের তরফে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বাড়ানো হয়েছে। ৩০১১৩ বিবাদীবাগ-ব্যারাকপুর লোকাল যাবে কল্যাণী পর্যন্ত। ৩১২৪২ ব্যারাকপুর থেকে শিয়ালদহ গামী লোকাল যাবে কল্যাণী থেকে শিয়ালদহ পর্যন্ত। এছাড়াও ৩৩৩২২ হাসনাবাদ-বারাসত লোকাল চলবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত।












