বাংলাহান্ট ডেস্ক : ট্রেন যাত্রীদের সুরক্ষার গুরুদায়িত্ব থাকে আরপিএফের হাতে। তবে অনেক সময় দায়িত্ব পালন করতে গিয়ে নানা রকম অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন মহিলা আরপিএফ আধিকারিকরা। এবার মহিলা আরপিএফ কর্মীদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে নেওয়া হল বড় উদ্যোগ।
ভারতীয় রেলের (Indian Railways) দুর্দান্ত উদ্যোগ
নিজেদের নিরাপত্তার কারণে এবার থেকে মহিলা আরপিএফ কর্মীরা ব্যবহার করতে পারবেন লঙ্কার গুঁড়ো! আন্তর্জাতিক নারী দিবসের দিন রেল কর্তৃপক্ষ মহিলা আরপিএফ কর্মীদের হাতে লঙ্কার গুঁড়ো ভর্তি ক্যান বা চিলি স্প্রে ক্যান তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।মহিলা রেল যাত্রীদের আরও সুরক্ষিত রেল সফর উপহার দিতে রেলের তরফ থেকে নেওয়া হল এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
আরও পড়ুন : সুপ্রিম কোর্টে রয়েছেন মাত্র দুই মহিলা বিচারপতি! অবাক করবে তাঁদের পরিচয়
মহিলা আরপিএফ কর্মীরা বিশেষ বিশেষ সময়ে নিজেদের ও মহিলা রেল যাত্রীদের সুরক্ষার্থে ব্যবহার করতে পারবেন নন-লিথাল অথচ অত্যন্ত কার্যকরী এই চিলি স্প্রে। নারী ক্ষমতায়ন ও নিরাপত্তার স্বার্থে ভারতীয় রেলওয়ে (Indian Railways) কর্তৃপক্ষ বিশেষ এই ‘অস্ত্র’টি তুলে দিতে চলেছে মহিলা আরপিএফ কর্মীদের হাতে।
আরও পড়ুন : সুপ্রিম কোর্টে রয়েছেন মাত্র দুই মহিলা বিচারপতি! অবাক করবে তাঁদের পরিচয়
কর্তব্যরত অবস্থায় মহিলা আরপিএফ (RPF) কর্মীরা যদি হেনস্থা বা অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হন তাহলে তারা ব্যবহার করতে পারেন এই চিলি স্প্রে। বিশেষত ফাঁকা স্টেশন বা নির্জন এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে কর্তব্যরত মহিলা আরপিএফ কর্মীদের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে এই চিলি স্প্রে।
আরপিএফের ডিরেক্টর জেনারেল মনোজ যাদব এই প্রসঙ্গে জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারীদের ক্ষমতায়ন এবং তাদের জন্য যে সুরক্ষিত পাবলিক স্পেসের স্বপ্ন দেখেছেন, তার সঙ্গেই সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।” পাশাপাশি তিনি আরও জানান, ভারতীয় রেলওয়ের তরফে একের পর এক দুর্দান্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে মহিলা যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা ভাল হয়।
মহিলা আরপিএফ জওয়ানরা যে ভারতের শক্তি, দৃঢ়তা ও যত্নের প্রতীক সেই বিষয়টিও উল্লেখ করেন মনোজ যাদব। মনোজ যাদবের কথায়, “মহিলা আরপিএফদের হাতে লঙ্কার গুড়ো স্প্রে তুলে দিয়ে আমরা তাদের আত্মবিশ্বাস ও ক্ষমতা আরও বাড়ালাম। একইসঙ্গে স্পষ্ট বার্তাও দেওয়া হল যে মহিলা যাত্রীদের সুরক্ষা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।”