পুণ্যার্থীদের হবেনা অসুবিধে! রথযাত্রার জন্য বিশেষ ব্যবস্থা ভারতীয় রেলের, চলবে এতগুলি স্পেশাল ট্রেন

   

বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) প্রায় প্রতিটি বড় উৎসবের মরশুমেই যাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় রেলের (Indian Railways) তরফে। মূলত, যাত্রীদের সঠিকভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যেই রেল এই পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি বাড়ানো হয় ট্রেনের সংখ্যাও। সেই রেশ বজায় রেখেই ভগবান জগন্নাথদেবের রথযাত্রায় (Ratha Yatra) আগত পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় রেল।

ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত শনিবার জানিয়েছেন যে পুণ্যার্থীদের সুবিধার্থে রথযাত্রা উপলক্ষ্যে ৩১৫ টি স্পেশাল ট্রেন চালানো হবে। রেলমন্ত্রী জানান যে, ভগবান জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রেল ছত্তিশগড় থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মতো বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীদের সুবিধার্থে ওড়িশার সমস্ত অংশে কমপক্ষে ৩১৫ টি বিশেষ ট্রেন চালাবে।

Indian Railways has special arrangements for Ratha Yatra.

১৫ লক্ষ পুণ্যার্থীর জন্য প্রস্তুতি: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রেল মন্ত্রক প্রায় ১৫ হাজার পুণ্যার্থীর থাকার জন্য একটি হোল্ডিং এরিয়া তৈরির ক্ষেত্রেও কাজ করছে। পুণ্যার্থীদের জন্য যে কাজ করা হচ্ছে সেই বিষয়ে রেলমন্ত্রী বলেন, “আমরা টয়লেট কমপ্লেক্স এবং অস্থায়ী টিকিট কেন্দ্রও নির্মাণ করছি।” ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, পুণ্যার্থীদের সফর সহজ করতে আমরা সব ধরণের চেষ্টা করছি। সংখ্যার ওপর জোর দিয়ে বৈষ্ণব জানান যে, মোট ১৫ লক্ষ ভক্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: একটা ক্যাচ, আর তাতেই বদলে গেল জীবন! জয়ের আনন্দের মাঝেই সূর্যকুমার নিলেন বড় সিদ্ধান্ত

রেলমন্ত্রী আরও জানান যে, “রিপোর্ট অনুযায়ী, ওই রাজ্যের প্রায় ২৫ টি জেলা থেকে পুণ্যার্থীরা আসবেন এবং আমরা সবকিছুর ব্যবস্থা করেছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ওড়িশায় আসছেন। আমরা তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানাই।” জানিয়ে রাখি, এর আগে গত ২২ জুন, স্নান পূর্ণিমা উপলক্ষ্যে ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরে হাজার হাজার পুণ্যার্থী জড়ো হয়েছিলেন। উল্লেখ্য যে, ভগবান জগন্নাথদেবের রথযাত্রা সম্পন্ন হবে আগামী ৭ জুলাই।

আরও পড়ুন: ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে যেতেই ঘটল বিপত্তি! চরম বিক্ষোভের সম্মুখীন রাজ্যের মন্ত্রী

স্নান পূর্ণিমা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, স্নান পূর্ণিমা হল ওড়িশার একটি অত্যন্ত পবিত্র উৎসব। যেখানে ভগবান জগন্নাথকে গর্ভগৃহ থেকে তাঁর ভাই ও বোনদের সাথে স্নান মন্ডপে আনা হয়। দেবতাদের একটি বিশেষ স্নানের মন্ডপে ১০৮ টি পবিত্র জলের কলসি দিয়ে তাঁদের স্নান করানো হয়। তারপর দেবতাদের সাজানো হয় গজানন বেশে। অর্থাৎ, তাঁরা দেবতা গণেশের মতো পোশাক পরেন। এটি এমন একটি বিরল ঘটনা যখন দেবতারা জনসমক্ষে উপস্থিত হন। যার ফলে ভক্তরা বিখ্যাত রথযাত্রার আগে তাঁদের কাছে থেকে দেখার সুযোগ পান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর