বেতন ৪৫ হাজার টাকা, পশ্চিমবঙ্গে রেলের অফিস ক্লার্ক নিয়োগ, ২৩ জেলা থেকেই আবেদনের সুযোগ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রেলে চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। লোয়ার ডিভিশন ক্লার্ক সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব রেল। পূর্ব রেলের কলকাতা অফিসে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। গোটা পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই আগ্রহীরা সংশ্লিষ্ট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে শিক্ষাগত যোগ্যতা দেখেই পদ নির্বাচন করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। নীচে প্রয়োজনীয় তথ্য গুলি তুলে ধরা হলো:

প্রয়োজনীয় পদ:

১. লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk- LDC)

২. অফিসার (Officer)

৩. ম্যানেজার (Manager)

 

প্রতিটি পদের খুটিনাটি তথ্যসমূহ:

১. লোয়ার ডিভিশন ক্লার্ক

বেতন-  মাসে ১৯,৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। অ্যাকাউন্টস কিংবা IT বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবে।

শুন্যপদ- ১৫ (জেনারেল)

২. অফিসার

বেতন- মাসে ৪৪,৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা-  M.COM / I.C.W.A (Inter)/ ICAI (Inter)- এর মধ্যে যেকোনো একটি ডিগ্রি থাকতে হবে। সেইসাথে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা।

শুন্যপদ- ২ (জেনারেল)

৩. ম্যানেজার

বেতন- ৩৫,৪০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা- কমার্স বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সেইসাথে অ্যাকাউন্টস, অ্যাডভান্স,  ডিপোজিটস ইত্যাদি কাজের ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

শুন্যপদ- ৪ (জেনারেল)

 

বয়সসীমাঃ
প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। (বয়সের হিসেব ০১.১২.২০২১ তারিখ অনুযায়ী)

নিয়োগ প্রক্রিয়াঃ
অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

পরীক্ষার সেন্টারঃ
কলকাতা, আসানসোল, ধানবাদ, পাটনা এবং বারানসি

আবেদন প্রক্রিয়াঃ
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। একটু নিচে আবেদন করার লিংক দেওয়া রয়েছে। প্রথমে ঐ লিংকে ক্লিক করতে হবে। তারপর নিচের দেওয়া স্টেপগুলি পালন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন করার স্টেপ বা ধাপ-

•  অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন (APPLICATION REGISTRATION)

• আবেদন ফি জমা (PAYMENT OF FEE)

• ডকুমেন্ট স্ক্যান এবং আপলোড (DOCUMENT SCAN AND UPLOAD)

আবেদন ফিঃ 
১ হাজার টাকা (প্রতিটি পদের ক্ষেত্রে)

গুরুত্বপূর্ণ তারিখ
প্রকাশ ২৪.১২.২০২১
আবেদন শুরু  ২৪.১২.২০২১
আবেদন শেষ ১৫.০১.২০২১

Reetabrata Deb

সম্পর্কিত খবর