দিন হোক বা রাত, কীভাবে নির্ভুল ভাবে লাইন চেঞ্জ করে ফেলে রুটে দৌড়ে চলে ট্রেন?

বাংলাহান্ট ডেস্ক: ভারতে প্রতিদিন কয়েক হাজার ট্রেন যাতায়াত করে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রী ও পণ্য পৌঁছে দেয় ভারতীয় রেল (Indian Railways)। আপনি নিশ্চই দেখেছেন যে স্টেশনে বা রেলপথে একাধিক ট্র্যাক রয়েছে। সেই ট্র্যাক দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য প্রতিদিন বহু ট্রেন চলছে। 

কখনো ভেবে দেখেছেন, কীভাবে ট্রেনগুলি তাদের নির্দিষ্ট রুটে চলে? কীভাবে সহজেই ট্র্যাক বদলে ফেলে তারা? এর নেপথ্যে রয়েছে কোন রহস্য? ট্রেনের চালক কি ইচ্ছে মতো ট্রেনের ট্র্যাক বদল করতে পারেন?

Train track intersection

ট্রেন কীভাবে ট্র্যাক পরিবর্তন করে তা জানার আগে জানিয়ে রাখি কীভাবে চলে ট্রেন। আপনাকে জানিয়ে রাখি, ট্রেনের চাকা ভিতরের দিক থেকে ট্র্যাক ধরে রেখে চলে। অর্থাৎ ট্রেনের চাকা ট্র্যাকের উপর সেট করা থাকে। চাকার বাইরের অংশটির তুলনায় ভিতরের অংশটি বড় রাখা হয়। 

যাতে সেটি সঠিকভাবে ট্র্যাকে বসে যেতে পারে। এতে ট্রেন বেলাইন হওয়ার সম্ভাবনা কমে যায়। সেই কারণে ট্র্যাক যেভাবে থাকে, ট্রেনের চাকাও সেভাবেই গড়াতে থাকে। চলতে চলতে কীভাবে একটি ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যায় ট্রেন? যেখানে একটি ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যাওয়ার থাকে, সেখানে দু’টি লাইনের একদম মাঝখানে ছোট একটি লোহার ট্র্যাক থাকে। 

Train line change

এই ট্র্যাকটি ঘোরানো যায়। এখানে একটি তালার মতো জিনিস থাকে, যেটিকে ট্র্যাকের পাশে আটকে দেওয়া হয়। ফলে কোনও ট্রেন অন্য ট্র্যাকে যেতে চাইলে সহজেই যেতে পারে। এই ছোট ট্র্যাকটি সুবিধা মতো নিয়ন্ত্রণ করা যায়। ফলে ট্রেনের দিক পরিবর্তনের কাজ করে এটি।

একটি ট্রেনকে তার নির্দিষ্ট রুটে চালিত করার জন্য ট্র্যাক পরিবর্তন করা খুবই জরুরি। আগে এই কাজ করার জন্য কাউকে নিয়োগ করা হত। তাঁর কাজ হত ট্র্যাকের মাঝের ছোট ট্র্যাকটির দিক পরিবর্তন করে দেওয়া। কিন্তু এখন এই কাজ করা হয় মেশিনের সাহায্যে। সিগন্যাল ও রুট দেখে স্বয়ংক্রিয়ভাবেই সেটি নিজেকে নিয়ন্ত্রণ করে নেয়। 

Subhraroop

সম্পর্কিত খবর