খড়্গপুরে টিকিট চেকিং অভিযান, ২৪ ঘণ্টায় কত টাকা আদায় করলেন TTE-রা? চমকে দেবে সংখ্যা

Published on:

Published on:

Indian Railways how much money did TTEs collect in ticket checking operation in Kharagpur

বাংলা হান্ট ডেস্ক: বিনা টিকিটে ভ্রমণ করেন প্রতিদিন বহু মানুষ। কিন্তু এবার সাবধান হন। মাত্র একদিনের সংখ্যায় লক্ষাধিক টাকা জরিমানা করেছে রেল দফতর (Indian Railways)। সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর বিভাগ একটি বিশেষ টিকিট চেকিং অভিযানের মাধ্যমে টিকিটবিহীন এবং অনিয়মিত ভ্রমণ বন্ধ করার জন্য এক বিশেষ পর্যবেক্ষক দল ও টিকিট চেকিং স্টাফকে (TTE) সঙ্গে নিয়ে একাধিক ট্রেনে অভিযান চালাচ্ছেন তারা।এখন এই অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকা ২৪ ঘন্টায় আদায় করলেন টিকিট চেকিং স্টাফরা (TTE)। তাই এখনই সাবধান না হলে, নইলে বিপদে পড়তে পারেন আপনি।

খড়্গপুর টিকিট চেকিং অভিযানে TTE-রা মোট কত টাকা আদায় করলেন?

দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর (Kharagpur) বিভাগ একটি বিশেষ টিকিট চেকিং অভিযানের মাধ্যমে টিকিটবিহীন এবং অনিয়মিত ভ্রমণ রোধে তাদের প্রচেষ্টা জোরদার করেছে। রবিবার, ২০শে জুলাই টিকিট চেকিং কর্মী এবং বাণিজ্যিক পরিদর্শকদের একটি নিবেদিত প্রাণ দল দ্বারা ট্রেন নং 12814 (স্টিল এক্সপ্রেস) এবং ট্রেন নং 12860 (হাওড়া-মুম্বাই সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস) এ একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মাত্র একদিনের চেকিং করে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় টিকিটবিহীন যাত্রী এবং ভারী মাল বহনে রেলকে ফাঁকি দেওয়ায় বেশ কয়েকটি ট্রেনে অভিযান চালিয়ে একাধিক মামলা রুজু করেছে রেল। শুধু তাই নয়, প্রায় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের শাখার খড়গপুর ডিভিশনে।

Indian Railways how much money did TTEs collect in ticket checking operation in Kharagpur

আরও পড়ুন: বিরাট গরমিল! আলিপুর চিড়িয়াখানা থেকে উধাও ৩০০-র বেশি প্রাণী, হাইকোর্টে দায়ের হল মামলা

সূত্রের খবর, রবিবার ছুটির দিনে দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়্গপুর বিভাগের একটি বিশেষ টিকিট চেকিং অভিযান করে টিটি। সেই ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে টিকিট না পাওয়ায় যাত্রীদের নামে কেস দেওয়ার পাশাপাশি জরিমানাও আদায় করা হয়েছে। এই পরিপেক্ষিতে প্রায় এক লাখের কাছাকাছি টাকা আদায় করেছে রেল দফতর।

এছাড়াও রেলওয়ের নিয়ম অনুসারে অভিযুক্তদের থেকে ৭৩,৯০০ টাকা আদায় করা হয়েছে। টিকিট চেকিং কর্মী এবং বাণিজ্যিক পরিদর্শকদের একাধিক দলকে দিনব্যাপী বিভিন্ন ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান চালায়। এমনকি এই অভিযান করা হবে বলে জানান তারা।