চলন্ত ট্রেনে অসুস্থ বোধ করলেই তৎক্ষণাৎ মিলবে ওষুধ! TTE দেবেন পরিষেবা, বড় পদক্ষেপ রেলের

বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই সফর করেন। শুধু তাই নয়, দূরের কোনও গন্তব্য হোক কিংবা কাছের কোনও সফর প্রতিটি ক্ষেত্রেই রেলপথকে (Indian Railways) প্রাধান্য দেন তাঁরা। এমতাবস্থায়, ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে তাঁদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হয় রেলের (Indian Railways) তরফে। সেই রেশ বজায় রেখেই এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে।

চলন্ত ট্রেনে (Indian Railways) এবার মিলবে বিরাট পরিষেবা:

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পূর্ব মধ্য রেলওয়ের পাঁচটি বিভাগে ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য রয়েছে সুখবর। মূলত চলন্ত ট্রেনে কোনও যাত্রী অসুস্থ হলে TTE সেই যাত্রীকে প্রয়োজন অনুযায়ী বমি, ডায়রিয়া, জ্বর, গ্যাস এবং অ্যালার্জির ওষুধ দিতে পারবেন। শুধু তাই নয়, কোনও আঘাতের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাও প্রদান করা হবে। এর জন্য, ফার্স্ট এইড কিট TTE-র কাছে পাওয়া যাবে। যেখানে থাকবে ৫ ধরণের ওষুধ।

   

দানাপুর রেল বিভাগের সমস্ত ট্রেনে এই সুবিধা কার্যকর করা হয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই দানাপুর রেল বিভাগের সমস্ত ট্রেনে এই সুবিধা কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টির পরিপ্রেক্ষিতে হাজীপুর রেলওয়ে জোনের মুখ্য জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্র জানিয়েছেন, রেল প্রশাসন যাত্রীদের সুবিধার বিষয়ে সচেতন রয়েছে। তাই চলন্ত ট্রেনে জরুরি প্রয়োজনে যাত্রীদের প্রাথমিক চিকিৎসার সুবিধা চালু করা হয়েছে।

Indian Railways If you feel sick on a moving train, you will get medicine.

আগে স্টেশন ম্যানেজার ওষুধ রাখতেন: প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত, যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা প্যাসেঞ্জার ট্রেনের ম্যানেজার (গার্ড) এবং স্টেশন সুপারিনটেনডেন্টের কাছে পাওয়া যেত। তবে এখন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, পূর্ব মধ্য রেলওয়ের পাঁচটি বিভাগে যাত্রীবাহী ট্রেনের সমস্ত টিকিট চেকিং স্টাফদের (TTE) ওষুধের কিট দেওয়া হবে।

আরও পড়ুন: লাগু হতে চলেছে “ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট”, পাল্টে যাবে রেলযাত্রীদের ভাগ্য

এর ফলে চলন্ত ট্রেনে কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়লেও সঠিক সময়ে ওষুধ পাওয়ার ফলে তাঁর শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা থাকবে। এই ফার্স্ট এইড কিটে, সাধারণ চিকিৎসা সম্পর্কিত ওষুধ TTE-র কাছে ২৪ ঘন্টা পাওয়া যাবে। জরুরি পরিস্থিতিতে, চলন্ত ট্রেনের যাত্রীরা TTE-র সাথে যোগাযোগ করে এবং ৫০ টাকা ফি দিয়ে প্রাথমিক চিকিৎসা হিসেবে ওষুধ পেতে সক্ষম হবেন। কর্তব্যরত TTE-রা মোবাইলের মাধ্যমে চিকিৎসকের সাথে পরামর্শ করে সংশ্লিষ্ট যাত্রীকে ওষুধ সরবরাহ করবেন।

আরও পড়ুন: সৌরভের বাড়ির সামনে ঘুরঘুর! ধরা পড়তেই বেরিয়ে এল আসল সত্যি, পুলিশেরও চোখ উঠল কপালে

TTE যাত্রীকে দেওয়া ওষুধের বিবরণ নথিভুক্ত করবেন: এদিকে, ওষুধ দেওয়ার পাশাপাশি, TTE ওষুধের বিশদ বিবরণ, যাত্রীর নাম, লিঙ্গ, বয়স, পিএনআর, কোচ নম্বর, বার্থ নম্বর, সফর শুরুর স্টেশনের নাম, গন্তব্য স্টেশনের নাম এবং পরামর্শদাতা চিকিৎসকের নাম নথিভুক্ত করবেন। জ্বর, বমি, ডায়রিয়া, ছোটখাটো আঘাত, চোখের ড্রপ, ব্যান্ডেজ ইত্যাদি সাধারণ চিকিৎসা সংক্রান্ত ওষুধ ফার্স্ট এড কিটে উপলব্ধ হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর