Indian Railways: এটিই হল ভারতের দীর্ঘতম নামের রেল স্টেশন, এর উচ্চারণ করতে গেলে মাথা ঘুরে পড়ে যাবেন!

বাংলাহান্ট ডেস্ক: ধনী হোক বা গরীব, ভারতীয় রেল (Indian Railways) পরিষেবা ব্যবহার করেন না এমন মানুষ সহজে খুঁজে পাওয়া যায়না। দীর্ঘ দূরত্বের ভ্রমণ হোক বা রোজকার অফিস যাওয়ার মাধ্যম, রেলের গুরুত্ব ভারতীয়দের কাছে অপরিসীম। স্বল্প খরচে অনেকটা দূরত্ব পেরিয়ে যাওয়া যায় বলে প্রতিদিন লক্ষাধিক মানুষ রেল পরিষেবা ব্যবহার করেন।

প্রতিদিন যে বিশাল সংখ্যক যাত্রী রেল পরিষেবা ব্যবহার করে থাকেন, তাঁদের সুবিধার কথা মাথায় রেখে রেলের তরফেও নেওয়া হয় নানা রকমের পদক্ষেপ। এমনকি বিগত কয়েক বছরে যাত্রীদের জন্য টিকিট বুক করার প্রক্রিয়াও আরও সহজ করা হয়েছে।

ব্রিটিশ আমল থেকে চলে আসা এই রেল নেটওয়ার্ক বিশ্বের অন্যতম বৃহত্তম। আর তাই এই দীর্ঘ রেলপথে কিছু অদ্ভুত জিনিস থাকবে না তা হয় না। রেল নেটওয়ার্কে রয়েছে এমন একটি স্টেশন যার নাম এতটাই বড় যে একে ভারতের সবচেয়ে বড় নামওয়ালা স্টেশন বলা হয়।

আমাদের দেশে এমন বহু রেলস্টেশন রয়েছে যেগুলির নাম অনন্য। এছাড়াও এদের ইতিহাসগুলিও বেশ মজাদার। কিন্তু আপনি কি জানেন্ম দেশের সবচেয়ে বড় নামওয়ালা রেলস্টেশনটি কোথায় অবস্থিত? না জেনে থাকলে এই প্রতিবেদনটি পড়তে থাকুন।

অন্ধ্রপ্রদেশে এমন একটি রেলস্টেশন রয়েছে যেটির নাম এতটাই বড় যে এটিকেই ভারতের সব থেকে বড় নামওয়ালা রেলস্টেশন বলা হয়। এমনকি এই স্টেশনের বানানও এমন যে তাবড় বিশেষজ্ঞদের মাথা ঘুরে যেতে পারে। এই রেলস্টেশনের নামে এমন অনেক অক্ষর আছে, যেগুলো ইংরেজি বর্ণমালাতেও নেই।

দেশের সব থেকে বড় নামওয়ালা রেলওয়ে স্টেশনের নাম হল ভেঙ্কটানারসিমহারাজুভারিপেটা। এর বানানে মোট ২৮টি ইংরেজি অক্ষর রয়েছে। স্টেশনটি অন্ধ্রপ্রদেশে তামিলনাড়ু সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত।    


Subhraroop

সম্পর্কিত খবর