বাংলাহান্ট ডেস্ক : রেল ব্যবস্থা ভারতের পরিবহনের মেরুদন্ড। লক্ষ লক্ষ যাত্রী প্রতিদিন রেলের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছান। বিশেষ করে লোকাল ট্রেনের উপর গ্রাম ও মফস্বল এলাকার মানুষদের ভরসা চোখে পড়ার মতো। লোকাল ট্রেনের মাধ্যমে অধিকাংশ মানুষ স্কুল-কলেজ-কর্মক্ষেত্রে পৌঁছান।
ভারতীয় রেল যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিনিয়ত নিত্য নতুন পরিকল্পনা গ্রহণ করছে। মুম্বাইয়ে লোকাল ট্রেনে ভারতীয় রেল ইতিমধ্যেই এসি কোচের সূচনা করেছে। এবার ভারতীয় রেল বাংলাতেও এই ধরনের এসি ফার্স্ট ক্লাস কোচ অন্তর্ভুক্ত করতে চলেছে লোকাল ট্রেনে। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত রেলের পক্ষ থেকে সবুজ সংকেত মেলেনি।
আরোও পড়ুন : খরচ করতে হবে নামমাত্র টাকা! এবার বিলাসবহুল ক্রুজে গঙ্গাসাগর ভ্রমণের সুযোগ
মাসখানেক ধরেই শোনা যাচ্ছে দুর্গাপুজোর আগেই শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনে সংযুক্ত হতে পারে এসি কামরা। তবে আপনাদের জানিয়ে রাখি এই কথা একদমই সত্যি। খুব শীঘ্রই শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনে এসি ফার্স্ট ক্লাস কামরা পরিষেবা দিতে শুরু করবে। সূত্রের খবর, লোকাল ট্রেনে এসি কোচের পরিষেবা দেওয়ার কথা ভাবনা-চিন্তায় রেখেছে রেল।
আরোও পড়ুন : ভয়াবহ বিপর্যয়! উৎসবের মরশুমে বন্যার তোড়ে ভেসে যেতে পারে এই ৭ জেলা, তড়িঘড়ি ব্যবস্থা রাজ্যের
পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন গতবছর রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠায় লোকাল ট্রেনে এসি কোচের সংযুক্তিকরণের জন্য। খুব শীঘ্রই হয়ত শিয়ালদা ডিভিশনে দেখা মিলবে লোকাল ট্রেনে এসি কোচের। প্রথমদিকে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করা হবে রেলের পক্ষ থেকে। তারপর বাণিজ্যিকভাবে এই পরিষেবা দেওয়া হবে যাত্রীদের।
তবে কবে থেকে শিয়ালদা ডিভিশনে এসি কোচের লোকাল ট্রেন চলবে সেই বিষয়ে এখনও সঠিক খবর পাওয়া যায়নি। সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি এখনো পর্যন্ত। সংশ্লিষ্ট মহল মনে করছে, রেল বোর্ডের সবুজ সংকেত মিললে নিয়ে আসতে হবে এসি রেক। তারপর শুরু করা যাবে পরিষেবা।