এবার বন্দে ভারতে করেই রাম মন্দির! তীর্থযাত্রীদের সুখবর দিল রেল, প্রকাশ্যে এল রুট

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে এবার বড় সুখবর তীর্থযাত্রীদের জন্য। রেলের এই নতুন সিদ্ধান্ত জানার পর অনেকেই আনন্দে লাফিয়ে উঠবেন। ভারতীয় রেলের পক্ষ থেকে এবার হাজার হাজার তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রেলের এই সিদ্ধান্ত যুগান্তকারী হতে যাচ্ছে বলে অনেকের মত।

বিশেষ করে রাম ভক্তদের জন্য এই খবর অত্যন্ত আনন্দের। আগামী মাসে উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। রাম মন্দির উদ্বোধন ঘিরে যখন ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, সেই সময় ভারতীয় রেল বড় সুখবর দিল। জানা যাচ্ছে রেলের পক্ষ থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালানো হতে পারে পাটনা (Patna) থেকে অযোধ্যা (Ayodhya) হয়ে লখনউ (Lucknow) পর্যন্ত।

   

আরোও পড়ুন : আসছে আমূল পরিবর্তন, অত্যাধুনিক হচ্ছে হুগলির এই তিন ফেরিঘাট! বড় উদ্যোগ কেন্দ্রের

এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু করা হয়েছে একটি সার্ভে। এই বন্দে ভারত এক্সপ্রেস থামতে পারে আরায়। রেল সূত্রে জানা গেছে, রাম মন্দির উদ্বোধন হলে বিহার থেকে বিশাল সংখ্যায় তীর্থযাত্রী আসতে পারেন। সেই কথা মাথায় রেখে রেল চিন্তা-ভাবনা করছে অযোধ্যায় বন্দে ভারত চালানোর। এছাড়াও লখনউয়ের যারা অযোধ্যার রাম মন্দির যেতে চান তাদের জন্য এই বন্দে ভারত সেরা একটি বিকল্প হতে পারে।

আরোও পড়ুন : ভুলে যান ট্রেন, ধর্মতলার বাস! নতুন রুট চালু হল দিঘা যাওয়ার, জলের দামেই করতে পারবেন সফর

জানা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালের জানুয়ারি মাসে উদ্বোধন করতে পারেন অযোধ্যার রাম মন্দিরের। পাটলিপুত্রের সাংসদ রাম কৃপাল যাদব লোকসভায় সম্প্রতি  বিহতা-ঔরঙ্গাবাদ রেল প্রকল্পের বিষয়টি তোলেন। ১২৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ। ধারণা করা হচ্ছে এই রেল প্রকল্পের কাজ শেষ হলে উপকৃত হবেন চারটি লোকসভা কেন্দ্রের মানুষ।

vande bharat express around mumbai

সূত্রের খবর, বহু প্রত্যাশিত পাটনা, অযোধ্যা এবং লখনউকে সংযুক্তকারী বন্দে ভারত এক্সপ্রেস খুব তাড়াতাড়ি চালু করা হতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি সম্পর্কে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসে এই ট্রেনের উদ্বোধন করতে পারেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর