বাংলাহান্ট ডেস্ক : আধুনিক ভারতের অন্যতম একটি ফসল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাইস্পিড এই ট্রেন প্রথম থেকেই ছিল উন্মাদনার তুঙ্গে। ভারতবর্ষে সবথেকে দ্রুত গতিতে চলা ট্রেন এই বন্দে ভারত। প্রত্যেকটি রাজ্যের সাধারণ মানুষই চাইছেন তাদের কাছে অন্তত একটি বন্দে ভারত আসুক।
বাংলায় ইতিমধ্যেই বেশ কয়েকটি বন্দে ভারত রুট শুরু হয়েছে। রেল ভাবনা চিন্তা করছে বাংলায় বন্দে ভারতের সংখ্যা বৃদ্ধি করার। সম্প্রতি শোনা যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস চলতে পারে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে দিঘা পর্যন্ত। রেলের পক্ষ থেকে অবশেষে এই বিষয়ে মন্তব্য করা হল। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ইতিমধ্যেই চিঠি লিখেছেন বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া।
আরোও পড়ুন : মাস গেলে দুর্দান্ত মাইনে, গাড়ির ড্রাইভার থেকে ফ্রি’তে ঘোরা! IPS’দের সুবিধা শুনলে হাঁ হয়ে যাবেন
অশোক কীর্তনীয়া চিঠিতে বলেছেন যদি এই ট্রেন চালু হয় তাহলে উপকৃত হবেন ৬ লক্ষ মানুষ। যদিও পূর্ব রেল এই বিষয়ে এতদিন বিশেষ কিছু বলতে চায়নি। পূর্ব রেল অবশেষে এই বিষয়ে মুখ খুলল। বনগাঁর বিজেপি বিধায়ক রেলমন্ত্রীকে চিঠিতে লিখেছিলেন একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস বনগাঁ থেকে দীঘা পর্যন্ত চালু করা হোক যেগুলো স্টপেজ দেবে বারাসত, দমদম হয়ে ডানকুনি, পাশকুঁড়াতে।
তাহলে প্রস্তাবিত নতুন এই বন্দে ভারত রুট নিয়ে কী বলল রেল? পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “অনেক জোনের বিষয় যুক্ত এই ট্রেনের সাথে। আগে আলোচনা করতে হবে এই জোনগুলির সাথে। আলোচনার পর যদি বিষয়টি সম্ভব মনে হয়, তাহলে রেল বোর্ডের কাছে নিবেদন করতে হবে। রেল বোর্ড যদি সব দিক খতিয়ে দেখে অনুমতি দেয় তবেই চলবে ট্রেন।”