দুর্দান্ত কাজের সুযোগ দিচ্ছে ভারতীয় রেল! ৩৯৯৯ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করলে প্রতি মাসে রোজগার করবেন ৮০ হাজার

বাংলাহান্ট ডেস্ক : অনেকেই রয়েছেন যারা চাকরির বদলে ব্যবসায় নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে চাইছেন। আপনিও যদি ব্যবসা করার পরিকল্পনা করে থাকেন তাহলে সুবর্ণ সুযোগ দিচ্ছে ভারতীয় রেল। প্রতিমাসে ব্যবসা থেকে আপনি ৮০ হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। কীভাবে আপনারা ভারতীয় রেলের সাথে ব্যবসা করে মোটা টাকা উপার্জন করবেন সেই বিষয়ে আজকের প্রতিবেদনে জানানো হবে।

প্রথমে আপনাদের ভিজিট করতে হবে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইটে। সেখানে গিয়ে এজেন্ট হওয়ার জন্য আবেদন জানাতে হবে। এজেন্ট হলে ট্রেনের টিকিট বুকিং সহ আরো অন্যান্য কাজ করতে পারবেন আপনি। রেলের তরফ থেকে আপনার আবেদন মঞ্জুর হলে আপনি একজন ভারতীয় রেলের অনুমোদিত টিকিট এজেন্ট হবেন। টিকিট বুক করলে আপনি পেয়ে যাবেন কমিশন।

আরোও পড়ুন : এবার হাওড়া থেকে স্যাট করে পৌঁছে যান দিল্লি! নয়া রুটে ছুটবে স্লিপার বন্দে ভারত, দিনক্ষণ জানাল রেল

আপনার যদি ছোট কোনও জায়গা থাকে সেখানেই এই ব্যবসা শুরু করতে পারেন। TATKAL, RAC ইত্যাদি টিকিটও আপনারা বুক করতে পারবেন যাত্রীদের হয়ে। যত বেশি টিকিট বুক করতে পারবেন, তত বেশি পাবেন কমিশন। এজেন্ট হয়ে নন-এসি কোচের টিকিট বুক করলে আপনি পেয়ে যাবেন প্রত্যেক টিকিট পিছু কুড়ি টাকা কমিশন। এসি ক্লাসের টিকিট বুকিংয়ে এজেন্টদের দেওয়া হয় ৪০ টাকা কমিশন। এছাড়াও এজেন্টদের টিকিট বুকিংয়ের এক শতাংশ টাকাও দেওয়া হয়।

img 20240129 203712

এক বছরের এজেন্ট হওয়ার জন্য আইআরসিটিসিকে আপনাকে দিতে হবে ৩৯৯৯ টাকা। দু বছরের জন্য এজেন্ট হতে গেলে দিতে হবে ৬৯৯৯ টাকা। এজেন্ট হিসেবে প্রতি মাসে ১০০টি টিকিট বুক করলে আপনাকে টিকিট পিছু দিতে হবে ১০ টাকা। টিকিট পিছু আট টাকা দিতে হবে যদি আপনি ১০১ থেকে ৩০০ টি টিকিট বুক করেন। তিনশোটির বেশি টিকিট বুক করলে দিতে হবে পাঁচ টাকা করে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর