এবার হাওড়া থেকে স্যাট করে পৌঁছে যান দিল্লি! নয়া রুটে ছুটবে স্লিপার বন্দে ভারত, দিনক্ষণ জানাল রেল

বাংলাহান্ট ডেস্ক : মার্চ মাস থেকেই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হতে পারে। রেল সূত্রে খবর, স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস কোচ তৈরির কাজ শেষের পর্যায়। এবার ট্রেনের ভেতরের সাজসজ্জার কাজ শুরু হবে। ট্রেনের সম্পূর্ণ কাজ ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হয়ে যাবে। কেন্দ্রের নির্দেশ লোকসভা নির্বাচনের আগেই এই ট্রেনের যাত্রা শুরু করতে হবে।

রেল সূত্রে খবর, স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চলতে পারে হাওড়া-দিল্লি রুটেও। স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরি হচ্ছে চেন্নাইয়ের আইসিএফে। নয়া এই ট্রেন পরিষেবা দেবে লম্বা রুটে। প্রাথমিক দিকে সব ট্রেনের অভিমুখই দিল্লির দিকে থাকবে। এই ট্রেনটি রাজধানী ও অন্যান্য প্রিমিয়াম ট্রেনের থেকে একটু আলাদা।

আরোও পড়ুন : ছেলে বড় ক্রিকেটার, ভারতজুড়ে খ্যাতি ! তবুও আজও বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছে দেন রিঙ্কুর বাবা

চারটির বদলে তিনটি করে শৌচালয় থাকবে প্রত্যেকটি কোচে। মিনি পেন্ট্রি কার থাকবে স্লিপার বন্দে ভারতে। ১৮০° পর্যন্ত ঘোরানো যাবে ট্রেনের আসন।জিপিএসযুক্ত ইনফরমেশন সিস্টেম থাকছে এই ট্রেনে। সিসিটিভি ক্যামেরা, ভ্যাকুয়াম টয়লেট, পাওয়ার ব্রেকের মতো অত্যাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে স্লিপার বন্দে ভারতের সাথে।

vande bharat express fog

 

মাত্র ৫২ সেকেন্ডে ১০০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম এই ট্রেন। এই ট্রেন নির্মাণ করা হচ্ছে রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সংস্থা কিনেট রেলওয়ে সলিউশনসের সাথে হাত মিলিয়ে। এই সংস্থাটি ভারতের জন্য ১২০টি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস নির্মাণ করবে। এই সংস্থা ৩৫ বছরের জন্য ট্রেনের রক্ষণাবেক্ষণের দায়িত্বও নেবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর