নীতীশের ভরাডুবি! সাথে লোকসভা ভোটে মোদীকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে বিহারের (Bihar) রাজনৈতিক মহল। চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে যখন সবাই ব্যস্ত, ঠিক তখনই ভোল বদলে ফেললেন ‘ইন্ডিয়া’ জোটের (INDIA Alliance) প্রধান আহ্বায়ক নীতীশ কুমার (Nitish Kumar)। এই নিয়ে অষ্টমবারের মত পদত্যাগ করলেন তিনি। এবং একই সাথে নবম বারের মত মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণও করেছেন তিনি।

প্রসঙ্গত, বিহার রাজনীতিতে গতকাল ছিল ‘সুপার সানডে’। সকাল থেকেই রাজ্যটির কোনায় কোনায় ছিল উত্তেজনা। গতকাল ইস্তফা দেওয়ার পরপরই তিনি দাবি করেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে এবং বিহার বিধানসভা ভোটে জেডিইউ-এর বিপর্যয় হবে। আর এবার লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভোট প্রকৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) ওরফে ‘পিকে’।

এইদিন নীতীশের ইস্তফার প্রশান্ত কিশোর দাবি করেন, আসন্ন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘পিকে’র কথায়,‘বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এ বারের লোকসভা ভোটেও ‘ক্লিন সুইপ’ করবে।’ উল্লেখ্য, গত ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের পরই পরামর্শদাতার ভূমিকা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পিকে।

আরও পড়ুন : ‘মারণ রোগ’, গুরুতর অবস্থা! হাসপাতালে ভর্তি হলেন কবীর সুমন, উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে

সেই সাথে তিনি এটাও জানিয়ে দিয়েছিলেন যে, তার তৈরি সংস্থা ‘আইপ্যাক’ তৃণমূলের সাথে যুক্ত থাকলেও তিনি আর এই সংস্থার সাথে থাকবেননা। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ রাজনৈতিক বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের এই ভবিষ্যদ্বাণীকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন জাতীয় রাজনৈতিক মহল।

আরও পড়ুন : ‘শুধুমাত্র শুভেন্দুই…’, ভোটের আগে বাড়লো ঝাঁঝ, নয়া পদক্ষেপ DA আন্দোলনকারীদের

prashant kisho

একই সাথে নীতীশ কুমারের ভবিষ্যৎ নিয়েও কথা বললেন তিনি। ‘পিকে’র পর্যবেক্ষণ, বিহারের পরবর্তী বিধানসভা নির্বাচনে (২০২৫) সেই রাজ্যের ২৪৩টি আসনের মধ্যে ২০টিরও বেশি আসন পাবে না। প্রশান্ত কিশোরের কথায়, ‘যে জোটের হয়েই লড়ুন না কেন, নীতীশের দল যদি ২০টির বেশি আসনে জেতে, আমি আমার কাজ ছেড়ে দেব।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর