নয়া রুট দিয়ে ছুটবে দার্জিলিং মেল! কম লাগবে আরও দেড়ঘন্টা, বিশেষ সিদ্ধান্তের পথে রেল

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শীতের সময়টাতে বহু পর্যটক রয়েছেন যারা উত্তরবঙ্গ ঘুরতে যান। উত্তরবঙ্গ মানে পাহাড়, নদী ও জঙ্গলের এক সব পেয়েছির দেশ। অধিকাংশ যাত্রী উত্তরবঙ্গ ঘুরতে যান ট্রেনের মাধ্যমে। আপনিও কি এই শীতের মরশুমে ট্রেনে করে উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত খবর।

বলা বাহুল্য, যত দিন যাচ্ছে ততই উত্তরবঙ্গ যাওয়ার জন্য জনপ্রিয় হয়ে উঠছে দার্জিলিং মেল। রেল এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে দার্জিলিং মেলকে নিয়ে। দার্জিলিং মেল চলাচল করে শিয়ালদহ এবং হলদিবাড়ির মধ্যে। রেল সূত্রে খবর আগামী বছরের মার্চ মাস থেকে দার্জিলিং মেল চলবে ভিন্ন রুটে।

আরোও পড়ুন : প্রতিদিন ৯৯% পড়ুয়া হাজির হয় বাংলার এই স্কুলে! রোজই এতটা উপস্থিতির কারণ অবাক করবে আপনাকেও

রেলের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব কমতে চলেছে টার্মিনালগুলির মধ্যে। এই দূরত্ব কমায় যাত্রার সময়সীমা প্রায় ৯০ মিনিট হ্রাস পেতে পারে।এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে রেলের ইতিহাসে এটি হতে চলেছে ট্রেনের দ্বিতীয় রুট বদল। বর্ধমান-বোলপুর রুটের পরিবর্তে রানাঘাট জংশন হয়ে বহরমপুর কোর্ট এবং আজিমগঞ্জ জংশন হয়ে মালদায় যেতে পারে দার্জিলিং মেল। 

Darjeeling mail

এই ট্রেন যাবে নিউ জলপাইগুড়ির পর  জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ির দিকে। পরিবর্তিত রূটে ট্রেন চলাচল শুরু হলে দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি সকাল আটটার বদলে পৌঁছাবে সকাল সাতটায়। রেলওয়ের এক উচ্চপদস্থ আধিকারিক এই ব্যাপারে বলছেন, “ট্রায়াল অপারেশন এবং সিগন্যাল টেস্টিং আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। তারপর পরিবর্তিত রুটে পরিষেবা দিতে শুরু করতে পারে দার্জিলিং মেল।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X