বাংলাহান্ট ডেস্ক : মুম্বইয়ের পথে হাঁটতে চলেছে কলকাতা। ২০১৭ সালে বাণিজ্য নগরীতে এসি লোকাল ট্রেন প্রথম চালানো হয়। এবার রেলের শিয়ালদা ডিভিশনও এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই, প্রকাশ্যে এসেছে ‘ফার্স্ট লুক’। আর লোকাল ট্রেনের এই নয়া রূপ দেখে আমজনতা যে যারপরনাই আনন্দিত।
রেল সূত্রের খবর, কিছুটা বাড়তি ভাড়ায় যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতেই এই নতুন প্রচেষ্টা। ট্রায়ালে সাফল্য মিললে ধীরে ধীরে অন্য রুটগুলিতেও এই কাজ শুরু হবে। হাওড়া স্টেশনের মতো এই শিয়ালদহ স্টেশনও প্রত্যেকদিন লোক সমাগমে গমগম করে। এই ট্রেনের পথচলা শুরু হবে আগামী ১৪ অক্টোবর থেকে ।
আরোও পড়ুন : ‘না ফেরা পর্যন্ত…’, ধর্না মঞ্চ থেকেই রাজ্যপালকে কড়া হুঁশিয়ারি অভিষেকের
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কোন রুটে প্রথম চলবে ?জানা গিয়েছে, রানাঘাট-শিয়ালদা-রানাঘাট মাতৃভূমি লোকালে একটি প্রথম শ্রেণির কামরা যুক্ত করা হবে। এছাড়া বাদ বাকি কামরাগুলি আগের মতোই থাকবে। পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রথম শ্রেণির কামরায় সাধারণ আসনের পরিবর্তে নরম আসন থাকবে প্রথম শ্রেণির ট্রেনে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, বিশেষ কামরাগুলির মেঝেতে কার্পেট পাতা থাকবে। সেইসঙ্গে কামরার গায়ে বিভিন্ন ছবি আঁকা থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা মেট্রোতেও চলছে এসি রেক। এবার সেই পথেই পরীক্ষামূলকভাবে এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে শিয়ালদা ডিভিশন।