এক্কেবারে ফ্রি’তেই মিলবে ট্রেন টিকিট! অবাক লাগছে? দেখুন কারা পাবেন এই দুর্দান্ত সুযোগ

বাংলাহান্ট ডেস্ক : যে ভারতীয় রেলের (Indian Railways) গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ আমলে, সেই ভারতীয় রেল স্বাধীনতা পরবর্তী যুগে নিজেদের আরও উন্নত করার প্রচেষ্টা চালিয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে ভারতীয় রেল একাধিক পরিষেবা নিয়ে এসেছে যাত্রীদের জন্য। এছাড়াও ভারতীয় রেলের সাম্প্রতিক উদ্ভাবন বন্দে ভারত এক্সপ্রেস রীতিমত উত্তেজনা সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে।

সেমি হাইস্পিড এই ট্রেন নতুন গতি এনেছে ভারতীয় রেলে। এছাড়াও স্টেশনগুলিকে আরও উন্নত করার জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। কিন্তু আপনারা জানেন ভারতীয় রেলের এমন একটি সুবিধা রয়েছে যার সাহায্যে যাত্রীরা বেশ মোটা টাকার ছাড় পান ট্রেনের টিকিটে? রেলের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের জন্য একাধিক সুবিধা প্রদান করা হয়।

আরোও পড়ুন : দুর্দান্ত খবর! গ্যাস সিলিন্ডারের উপর এবার কেন্দ্রের ডবল ভর্তুকি ঘোষণা রাজ্য সরকারের

একটা সময় প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটে বড় মাত্রার ছাড় দিত রেল। কিন্তু করোনা মহামারীর সময় থেকে রেল কর্তৃপক্ষ সেই ছাড় অনেক ক্ষেত্রেই বন্ধ করে দিয়েছে। মহামারী কেটে গেলেও রেল কিন্তু পুরনো ছাড়ের সুবিধা নিয়ে আসেনি। এখন আর আগের মতো ছাড়ের সুবিধা পাওয়া যায় না। তবে বিশেষভাবে অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে ভারতীয় রেল ৫০ থেকে ১০০ শতাংশ ছাড় দিয়ে থাকে টিকিটের উপর।

আরোও পড়ুন : চন্দ্রের পর সূর্য অভিযানেও সামিল বাংলার দুই কৃতি! বুক ভরা আশায় পরিবারের লোকজন

যদি কোনও রোগী এবং তার একজন আত্মীয় ট্রেনে চিকিৎসার জন্য ভ্রমণ করেন তাহলে ভারতীয় রেল টিকিটের উপরে এই ছাড় দিয়ে থাকে। তবে রোগীর রোগ ও ক্ষেত্রবিশেষে এই ছাড় ভিন্ন হয়ে থাকে। তবে সব রোগীরাই কিন্তু ট্রেনের টিকিটের ক্ষেত্রে ছাড় পান না। কিছু রোগ রয়েছে যেগুলির আক্রান্তরা এই ছাড়ের সুবিধা পেয়ে থাকেন। 

ক্যান্সার, থ্যালাসেমিয়া, টিবি, এইডস, রক্তশূন্যতা, হিমোফিলিয়া, হার্ট সার্জারির জন্য সফর করা যাত্রী ও তার সাথে থাকা একজন ট্রেনের টিকিটে ছাড় পেয়ে থাকেন। কিডনি রোগীরা অপারেশন বা ডায়ালাইসিসের উদ্দেশ্যে যদি ট্রেনে সফর করেন তাহলে ট্রেনের টিকিটে ছাড় পান। এছাড়াও কুষ্ঠ রোগীরা ছাড় পান ট্রেনের টিকিটে।

Train ticket 2

 

 

তবে ট্রেনের টিকিটে ছাড় পাওয়ার জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে হয়। যে হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে রোগীর চিকিৎসা চলছে তার অফিসার ইনচার্জ এর দেওয়া সার্টিফিকেট জমা দিতে হয় ছাড় পাওয়ার জন্য। পাশাপাশি জমা দিতে হতে পারে ডিসাবিলিটি সার্টিফিকেট বা অক্ষমতা শংসাপত্রও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর