দুর্দান্ত খবর! গ্যাস সিলিন্ডারের উপর এবার কেন্দ্রের ডবল ভর্তুকি ঘোষণা রাজ্য সরকারের

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক মাসে যে হারে রান্নার গ্যাসের (Liquified Petroleum Gas) দাম বৃদ্ধি পেয়েছিল তাতে নাভিশ্বাস অবস্থা হয়েছিল মধ্যবিত্তের। অবশেষে জনগণকে স্বস্তি দিয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ডোমেস্টিক এলপিজিতে ২০০ টাকা করে দাম কমানোর। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।

কিন্তু এর মধ্যে খবর উঠে আসছে, গ্যাস সিলিন্ডারের উপর অতিরিক্ত ৩৫০ টাকা দাম কমতে পারে। সূত্রের খবর, সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে পুদুচেরির (Puducherry) সরকার। সে রাজ্যের বাসিন্দারা এবার এলপিজিতে অতিরিক্ত ৩৫০ টাকা ছাড় পাবেন। অপরদিকে সাতশ টাকা সিলিন্ডার পিছু ভর্তুকি পাবেন বিপিএল অর্থাৎ দারিদ্র্য সীমার নীচে থাকা গ্রাহকরা।

আরোও পড়ুন : চন্দ্রের পর সূর্য অভিযানেও সামিল বাংলার দুই কৃতি! বুক ভরা আশায় পরিবারের লোকজন

এলপিজি সিলিন্ডারে ভর্তুকির ঘোষণা করেছে কেন্দ্র ও পুদুচেরি সরকার। গত জুলাই মাসে পুদুচেরি সরকার সিদ্ধান্ত নিয়েছিল প্রতি সিলিন্ডার পিছু হলুদ রেশন কার্ডধারীদের সর্বোচ্চ ১৫০ টাকা এবং লাল রেশন কার্ডধারীদের সর্বোচ্চ ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,১১৫ টাকা ছিল পুদুচেরিতে।

আরোও পড়ুন : আধার কার্ডের আবেদনে বড় পরিবর্তন! এবার থেকে UIDAI-র এই নিয়ম না মানলেই পড়বেন বিপদে

দাম হ্রাস পাওয়ার ফলে হলুদ কার্ডধারীরা এবার থেকে সিলিন্ডার কিনতে পারবেন ৭৬৫ টাকায় ও লাল কার্ডধারীরা সিলিন্ডার কিনতে পারবেন ৪১৫ টাকায়। ডোমেস্টিক সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রাঙ্গাসামি জানিয়েছেন, এটি একটি বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

970655 lpg cylinder

 

জনগণের মান উন্নয়নে সরকার যে দায়বদ্ধ তা তিনি বারবার তুলে ধরেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ হল উজ্জ্বলা যোজনার মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিতে রান্নার গ্যাসের সংযোগ পৌঁছে দেওয়া। এছাড়াও সরকার লক্ষ্যমাত্রা নিয়েছে আরও ৭৫ লক্ষ মহিলাকে উজ্জ্বলা যোজনার আওতায় আনা হবে।

 

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর