শিয়ালদা লাইনে ট্রেন বাতিল নিয়ে চিন্তা নেই! তবে দুর্ভোগ পোহাতে হবে হাওড়ার যাত্রীদের, বড় আপডেট রেলের

বাংলাহান্ট ডেস্ক : দমদম জংশনে ইন্টারলকিংয়ের কাজের জন্য শিয়ালদা ডিভিশনের কয়েকশ ট্রেন বাতিলের কথা জানিয়েছিল পূর্ব রেল। রেলের এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ যাত্রী পড়েছিলেন চিন্তায়। তবে জানানো হয়েছে পিছিয়ে দেওয়া হয়েছে এই কাজ। তাই আপাতত শিয়ালদা ডিভিশনের ট্রেন বাতিল হচ্ছে না শনি ও রবিবার।

শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য সুখবর উঠে আসলেও, চিন্তা বাড়ছে হাওড়া ডিভিশনের যাত্রীদের। রবিবার যদিও ছুটির দিন তবে কাজের জন্য বহু মানুষকেই বাড়ির বাইরে বেরোতে হয়। তাই তাদের দুর্ভোগ বাড়বে। আগামী ৩ মার্চ থেকে বেশকিছু ট্রেন বাতিল হয়েছে হাওড়া ডিভিশনে। এছাড়াও ট্রেন বাতিল করা হয়েছে বর্ধমান, গুরাপ, ব্যান্ডেল, তারকেশ্বর থেকেও।

আরোও পড়ুন : রাজনীতি অতীত! খেলার মাঠকেই ধ্যান জ্ঞান করতে ইচ্ছুক গৌতম গম্ভীর, বড় ঘোষণা KKR মেন্টরের

হাওড়া ও লিলুয়ায় রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ চলবে রবিবার। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ডানকুনি স্টেশনে ওভারব্রিজের কাজ হবে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রেন বাতিলের। প্রসঙ্গত, গত বছর থেকে প্রতি শনি ও রবিবার রেলের বিভিন্ন কাজের জন্য বাতিল করা হচ্ছে বিভিন্ন ট্রেন। এর ফলে চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন যাত্রীরা।

আরোও পড়ুন : DA আন্দোলন অতীত! এবার রাস্তায় আশাকর্মীরা, মমতা সরকারের চাপ বাড়িয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ৫০ হাজার মহিলার

বর্ধমান থেকে বাতিল হয়েছে 36812, 36814, 36816, 36818, 37812 নম্বর ট্রেন। গুরাপ থেকে 36072, ব্যান্ডেল থেকে 37212, 37214, 37216, 37218, তারকেশ্বর থেকে 37312, 37314, হাওড়া থেকে  36811, 36813, 36815, 36817, 36071, 37811, 37211, 37213, 37215, 37219, 37309, 37311 নম্বর ট্রেন বাতিল করা হয়েছে।

howrah sealdah train

 

কখনো রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ, আবার কখনো ওভারব্রিজের কাজ, আবার কখনো ইলেকট্রিকের কাজ, রেলের একের পর এক কাজের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্তে সমস্যায় পড়ছেন যাত্রীরা। যদিও রেলের পক্ষ থেকে এই ধরনের কাজ যাত্রীদের আরো উন্নত পরিষেবা দেওয়ার জন্যই করা হচ্ছে। তাই সমস্যা হলেও হাসিমুখে এই অসুবিধা মেনে নিচ্ছেন বহু যাত্রী।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর