বাংলাহান্ট ডেস্ক : আজ দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে ভারতীয় রেলের নেটওয়ার্ক। ভারতীয় রেলের তরফ থেকে ক্রমাগত চেষ্টা চালানো হচ্ছে পরিষেবা আরও উন্নত করার। আরো প্রত্যন্ত অঞ্চলে রেললাইন পাতা থেকে শুরু করে স্টেশনের আধুনিকীকরণ, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ।
এবার ভারতীয় রেলের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে যার জেরে দু’ঘণ্টা পর্যন্ত দূরত্ব কমে যাবে হাওড়া ও বাঁকুড়ার। নতুন এই রেলপথ যুক্ত হওয়ার ফলে একদিকে যেমন ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাবে অন্যদিকে উপকৃত হবেন দক্ষিণ দামোদরের রায়না, খণ্ডঘোষ, মাধবডিহি, ইন্দাস, পাত্রসায়ের সহ বাঁকুড়ার অন্যান্য এলাকার বাসিন্দারা।
আরোও পড়ুন : আমজনতার জন্য সুখবর! এবার এই রুটে ছুটবে নতুন ট্রেন, ভোটের আগেই নয়া সিদ্ধান্ত রেলের
মেল, এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন যাতায়াত করবে রেল পথ দিয়ে। সেই কারণে নতুন এই রেল পথের জন্য বহু মানুষ অপেক্ষা করে রয়েছেন। বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে যেটি বাঁকুড়া থেকে মসাগ্রাম পর্যন্ত চলে, সেটি এবার যুক্ত হতে চলেছে বর্ধমান হাওড়া কর্ড লাইনের সঙ্গে। রেল জানাচ্ছে, ইতিমধ্যেই বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে বাঁকুড়া মসাগ্রাম লাইনে।
বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেছেন, মসাগ্রাম বর্ধমান হাওড়া কর্ড লাইনের সাথে যুক্ত হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের মধ্যে। এই লাইনটির উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল বোর্ডের অনুমতি মিললেই শুরু হবে ট্রেন চলাচল। তবে, সময় কমার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো উচ্ছ্বসিত আমজনতা।