বাংলাহান্ট ডেস্ক: যাত্রীদের জন্য বড় সুখবর দিল রেল কর্তৃপক্ষ (IRCTC)। ওয়েটিং-আরএসি টিকিট বাতিলের ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। টিকিট বাতিলের সুবিধার নামে রেল আর মোটা টাকা কাটতে পারবে না যাত্রীদের থেকে। ওয়েটিং-আরএসি টিকিট বাতিলের ক্ষেত্রেই পাওয়া যাবে এই সুবিধা। তবে কনফার্ম টিকিট বাতিল করলে আগের মতোই ক্যান্সলেশন ফি কাটা হবে। এখন রেল এই ধরনের টিকিট (Ticket) বাতিল করলে যাত্রী পিছু ষাট টাকা করে ফি নেয়।
গিরিডিহের সামাজিক ও তথ্য অধিকার কর্মী সুনীল কুমার খান্ডেলওয়ালের অভিযোগের ভিত্তিতে রেল (Indian Railways) এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। সুনীল কুমার খান্ডেলওয়ালের অভিযোগ ছিল টিকিট বাতিলের পরে সুবিধা ফি নামে রেল অতিরিক্ত টাকা কেটে নিচ্ছে যাত্রীদের থেকে। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন যাত্রীদের থেকে অতিরিক্ত টাকা কাটা হচ্ছে আইআরসিটিসির (IRCTC) তরফে।
আরোও পড়ুন : ভারতের আকাশে উড়বে ট্যাক্সি! ৭ মিনিটে ২৭ কিমি! এও কী সম্ভব? দুর্দান্ত পরিকল্পনা Indigo’র
খান্ডেলওয়ালের কথায়, ওয়েটিং টিকিট কনফার্ম না হলে স্বয়ংক্রিয়ভাবে টিকিট বাতিল হয়ে যায়। পরিষেবা চার্জ হিসেবে রেল সেখান থেকে কেটে নেয় মোটা অংকের টাকা। অভিযোগপত্রে তিনি তার ১৯০ টাকার একটি টিকিটের কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন রেল ওয়েটিং টিকিট ক্যানসেল করার পর ৯৫ টাকা তাকে ফেরত দিয়েছে এবং বাকি টাকা কেটে নিয়েছে।
টিকিট কনফার্ম হওয়ার 48 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে টিকিট বাতিল হলে কেটে নেওয়া হয় টিকিটের মূল্যের 25 শতাংশ টাকা। ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে টিকিট ক্যানসেল করলে টিকিটের মূল্যের অর্ধেক টাকা কেটে নেওয়া হয়। যদি আপনার টিকিট RAC এবং ওয়েটিং লিস্টে থাকে এবং আপনি ট্রেন ছাড়ার 30 মিনিট আগে টিকিট বাতিল করে দেন, তাহলে আপনি টিকিটের টাকা ফেরত পাবেন।