এক্কেবারে নয়া রূপে এবার দেখা মিলবে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের! পাহাড়প্রেমীদের জন্য সুখবর রেলের

বাংলাহান্ট ডেস্ক : পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে আমরা সকলেই চাই। আমরা যারা বাংলায় থাকি তাদের পৃথিবীর রূপ প্রত্যক্ষ করতে বিশ্ব ভ্রমণে যাওয়ার প্রয়োজন হয় না। তাই হয়ত কবি জীবনানন্দ লিখেছিলেন, ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর…।’ উত্তরবঙ্গ আমাদের পশ্চিমবাংলার এক অপূর্ব সুন্দর অংশ।

পাহাড় থেকে শুরু করে অভয়ারণ্য, উত্তরবঙ্গ মানেই ‘সব পেয়েছির দেশ।’ বছরের বিভিন্ন সময়ে উত্তরবঙ্গের রূপ বিভিন্ন রকম হয়। শীত-গ্রীষ্ম-বর্ষা সব মরশুমেই উত্তরবঙ্গে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। খরস্রোতা পাহাড়ি নদী থেকে শুরু করে ঝর্ণা , আবার পাইন-ওক জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া পথ থেকে শুরু করে ট্রেকিং অ্যাডভেঞ্চার, উত্তরবঙ্গের পর্যটকদের জন্য প্রতিমুহূর্তে অপেক্ষা করে থাকে রোমাঞ্চতা।

আরোও পড়ুন : হাতে মাত্র ১ মাস! শিগগিরিই শেষ করুন এই কাজটি, নাহলেই বন্ধ হবে PPF, NPS সহ সুকন্যা অ্যাকাউন্ট

যতদিন গেছে ততই উত্তরবঙ্গে যাওয়ার পরিবহণ ব্যবস্থা উন্নত হয়েছে। বর্তমানে প্রচুর ট্রেন ও বাস চলে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। এই ট্রেনগুলির মধ্যে অন্যতম একটি বিখ্যাত ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। প্রায় আড়াই দশক পর রেলের পক্ষ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হল কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে নিয়ে। উত্তরবঙ্গ তথা ডুয়ার্সে (Dooars) যাওয়ার জন্য বহু পর্যটকের প্রথম পছন্দ কাঞ্চনকন্যা এক্সপ্রেস।

আরোও পড়ুন : চাপের মুখে নিত্যযাত্রীরা! সপ্তাহন্তে বহু ট্রেন বন্ধ শিয়ালদা লাইনে, দুর্ভোগ এড়াতে আগেভাগেই দেখুন তালিকা

রেলের পক্ষ থেকে জানা গেছে, আড়াই দশকের পুরানো কোচ বদল করে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে LHB রেক নিয়ে ইনগরেসান রান শুরু করা হয়েছে নিউ আলিপুর দুয়ারের উদ্দ্যেশ্যে। তাই যাত্রীরা এবার থেকে নতুন রূপে দেখতে পাবেন কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে। রেলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি পর্যটকরা।

ফেসবুকে নতুন রূপে ট্রেনটির পথচলার ভিডিও পোস্ট করেছেন সুপ্রিয় ঘোষ। তিনি লেখেন, উত্তরবঙ্গ তথা ডুয়ার্সে যাওয়ার আমার সব থেকে প্রিয় ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, নর্থবেঙ্গল & ডুয়ার্স প্রেমীদের কাছে “ভালবাসা এক্সপ্রেস” ও বটে। আজ সে তার আড়াই দশকের পুরানো কোচ ছেড়ে নতুন ঝকঝকে-তকতকে LHB রেক নিয়ে ইনগরেসান রান শুরু করলো নিউ আলিপুর দুয়ারের উদ্দ্যেশ্যে। ❤️ যেকোনো উত্তরবঙ্গ + ট্রেন প্রেমীর কাছে এটা একটা মন ভালো করা ঐতিহাসিক মূহুর্ত। 😍

পাশাপাশি তার আরোও সংযোজন, “খুব ইচ্ছে ছিলো শিয়ালদহতে দাঁড়িয়ে আজকের ভালবাসা এক্সপ্রেসের LHB রেক নিয়ে ডিপার্চারটা দেখার, কিন্তু সেই সৌভাগ্য হয়নি। লোকাল ট্রেনে শিয়ালদহ ঢুকতে ঢুকতেই মহারানী তার শিডিউলড টাইমে প্লাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছিলো। তাই পাশের ট্রেনের গেটের ধারে দাঁড়িয়েই দেখলাম ওর দুলতে দুলতে চলে যাওয়াটা।💚💚”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর