চাপের মুখে নিত্যযাত্রীরা! সপ্তাহন্তে বহু ট্রেন বন্ধ শিয়ালদা লাইনে, দুর্ভোগ এড়াতে আগেভাগেই দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : ইন্টারলকিংয়ের কাজের জন্য মাসের শুরুতেই একাধিক ট্রেন বাতিল। ১ লা মার্চ থেকে ইন্টারলকিংয়ের কাজ শুরু হচ্ছে দমদম স্টেশনে। এর ফলে একাধিক ট্রেন বাতিল হয়েছে ৪ ঠা মার্চ পর্যন্ত। শিয়ালদহ ডানকুনি, শিয়ালদহ হাবরা, শিয়ালদহ হাসনাবাদ, শিয়ালদহ গোবরডাঙা, শিয়ালদহ দত্তপুকুর, শিয়ালদহ বারাকপুর, শিয়ালদহ নৈহাটি, শিয়ালদহ বর্ধমান, শিয়ালদহ কাটোয়া লাইনে প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ২ ও ৩ মার্চ। এছাড়াও বাতিল হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেনও।

 

শনিবার কোন কোন ট্রেন বাতিল হয়েছে: শিয়ালদহ-রানাঘাট: আপ- 31601/ডাউন – 31602, শিয়ালদহ-হাবড়া: আপ- 33651, 33653, 33655, 33657,33659,30331(ex- Majherhat) /ডাউন 33652, 33654, 33656,33658, 33660,33664।

শিয়ালদহ-হাসনাবাদ: আপ- 33513, 33527, 33531/DN – 33534, 33320

শিয়ালদহ-ডানকুনি: আপ – 32211, 32215, 32217, 32219, 32223, 32225,32227, 32231, 32235, 32237, 32239, 32243, 32247/ডাউন – 32212, 32216, 32218, 32220, 32224, 32226, 32228, 32232, 32236, 32238, 32240, 32246, 32250

শিয়ালদহ– মধ্যমগ্রাম: আপ – 33421, /ডাউন – 33422

শিয়ালদহ– দমদম ক্যানটনমেন্ট: আপ – 33411/ ডাউন – 33412

শিয়ালদহ– বারাসত: আপ – 33433, 33435, 33439 33447/ ডাউন -33436, 33402 (লেডিজ)

শিয়ালদহ– গোবরডাঙা: আপ – 33681, 33271, 33685/ডাউন – 33682, 33686, 33382

শিয়ালদহ– দত্তপুকুর: আপ- 33357, 33613, 33615, 33617, 33619, 33621, 33623/ ডাউন – 33612, 33616, 33618, 33620, 33622, 33624, 30314, 33626, 33628, 33630

আরোও পড়ুন : ট্রায়াল রানে সেঞ্চুরি, কমবে কলকাতা-উত্তরবঙ্গের দূরত্ব, নশিপুর সেতু উদ্বোধনের পথে প্রধানমন্ত্রী

শিয়ালদহ–ব্যারাকপুর: আপ 31213, 31215, 31217, 31219, 31221, 31223, 31225, 31227, 31229, 31231, 30113, 31233, 31237, 31261, 31239, 30111/ডাউন 31214, 31216, 31218, 31220, 31222, 31224, 31226, 31228, 31230, 31242, 31232, 31236, 33232, 31238, 31240

শিয়ালদহ– নৈহাটি: আপ – 31411, 31413, 31431, 31415, 31051, 31417, 31419, 30121, 31423, 31425, 31427, 31053, 31429, 31431, 31433, 31435, 31437, 31055, 31439, 30123, 31443 / ডাউন – 34052, 31416, 31418, 31420, 31422, 31424, 31426, 31430, 31432, 31434, 30122, 30152, 31436, 30154, 34054, 31438, 31440, 31442, 31444, 31446, 31450

শিয়ালদহ–বর্ধমান: আপ- 31151/ডাউন- 31152

শিয়ালদহ– কাটোয়া: আপ- 31111/ডাউন – 31112

আরোও পড়ুন : ঢাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত কমপক্ষে ৪৩, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি একাধিক

শিয়ালদহ– বজবজ : আপ- 34117, 34157/ ডাউন- 34150

শিয়ালদহ– ঠাকুরনগর: আপ – 33895/ ডাউন – 33896

শিয়ালদহ–বনগাঁ: আপ – 33843/ডাউন – 33854

বারাসত-হাসনাবাদ: আপ- 33311

দমদম-ব্যারাকপুর: আপ 33231

হাসনাবাদ-দমদম : ডাউন -33282

Do you know how many local trains run in West Bengal

রবিবার কোন কোন ট্রেন বাতিল হয়েছে:

শিয়ালদহ-রানাঘাট: আপ – 31611, 31617, 31623/ডাউন – 31612, 31622, 31628

শিয়ালদহ-হাবড়া: আপ- 33651, 33653, 33655, 33659 / ডাউন- 33652, 33654, 33656, 33660

শিয়ালদহ- হাসনাবাদ: আপ- 33527, 33531 /ডাউন- 33534, 33320

শিয়ালদহ- ডানকুনি: আপ- 32211, 32215, 32217, 32219, 32223, 32227, 32231, 32235, 32237, 32239, 32243, 32247/ ডাউন- 32212, 32216, 32218, 32220, 32224, 32228, 32232, 32236, 32238, 32240, 32246, 32250

শিয়ালদহ-গোবরডাঙা: আপ- 33681, 33271, 33685 /ডাউন- 33682, 33686, 33382

শিয়ালদহ-দত্তপুকুর: আপ- 33357, 33613, 33617, 33619, 33621, 22623 / ডাউন- 33612, 33616, 33618, 33622, 33624, 33628, 33630

শিয়ালদহ-ব্যারাকপুর: আপ-31213, 31215, 31221, 31227, 31229, 30113, 31233, 31261, 31239, 30111/ ডাউন-31214, 31216, 31222, 31226, 31228, 31242, 31232, 31236, 31238, 31240

শিয়ালদহ– নৈহাটি: আপ-31431, 31415, 31051, 31417, 31419, 30121, 31427, 31053, 31429, 31431, 31433, 31055, 31439, 30123, 31443/ ডাউন- 31418, 31420, 31422, 31424, 31426, 31430, 30122, 30152, 31436, 30154, 34054, 31442, 31444, 31446, 31450

শিয়ালদহ-বর্ধমান: আপ – 31151/ ডাউন- 31152

শিয়ালদহ-কাটোয়া: আপ- 31111/ ডাউন – 31112


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর