ট্রায়াল রানে সেঞ্চুরি, কমবে কলকাতা-উত্তরবঙ্গের দূরত্ব, নশিপুর সেতু উদ্বোধনের পথে প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : গতকাল সন্ধ্যাতেই মিলেছিল গ্রীন সিগন্যাল। আর শনিবারই নশিপুরের (Nashipur Rail Bridge) বহুপ্রতিক্ষিত রেলসেতুর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার প্রেস ইনফর্মেশন ব্যুরো থেকে প্রেস রিলিজ দিয়ে মুর্শিদাবাদ-আজিমগঞ্জ সেকশনের উদ্বোধন করার কথা জানানো হয়েছে। এই কাজ সম্পন্ন হলে বাংলার মানুষজন বিশেষ উপকৃত হবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, নশিপুর রেলসেতু অনেক আগেই তৈরি হয়ে গেছিল। তবে জমিজট সহ আরও অন্যান্য জটিলতার কারণে আটকে ছিল রেলের মুর্শিদাবাদ-আজিমগঞ্জ সেকশনের কাজ। তবে বছর খানেক আগে থেকে ফের একবার তৎপর হয়ে ওঠে রেল কর্তৃপক্ষ। কাজও শেষ হয়ে এসেছে। আর এবার আগামী শনিবার সেই রেল প্রকল্পটিই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রেল সূত্রে জানা যাচ্ছে, এই সেতু চালু হয়ে গেলে কমে আসবে শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের দূরত্ব। কম করে হলেও ৩ ঘন্টা সময় বাঁচবে বলে খবর। একই সাথে উন্নত হবে দিল্লির সঙ্গে যোগাযোগ। আর্থিকভাবেও লাভবান হবে মুর্শিদাবাদের সাধারণ মানুষ। যে কারণে এই রেল সেতু নিয়ে মুর্শিদাবাদের মানুষজনের উৎসাহ ছিল দেখার মত।

আরও পড়ুন : ঢাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত কমপক্ষে ৪৩, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি একাধিক

গতকাল নশিপুর রেলসেতু পরিদর্শনে এসেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (ইস্টার্ন সার্কেল) শুভময় মিত্র। রেলওয়ের সমস্ত কাজকর্ম খুঁটিয়ে পরিদর্শন করে গেছেন তিনি। একই সাথে কাজ পরিদর্শনে এসেছিলেন ইস্টার্ন সার্কেলের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও‌। ইতিমধ্যেই একপ্রস্থ ট্রায়াল রানও হয়ে গেছে।

আরও পড়ুন : বাদ যাবে ১৭ লক্ষ নাম? ভোটার লিস্টে বিরাট কারচুপি ফাঁস! বড় অ্যাকশন শুভেন্দুর

পূর্বরেল সূত্রে খবর, এই ট্রায়াল রানের সময় প্যাসেঞ্জার ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ১১০ কিলোমিটার। একই সাথে পরীক্ষা করে দেখা হয়, যাত্রীবাহী ট্রেনের ভার, ঝাঁকুনি সামলাতে কতটা সক্ষম নশিপুর সেতু। সমস্ত পরীক্ষায় পাশ করার পর তবেই ছাড়পত্র দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি (ইস্টার্ন সার্কেল)।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর