হু হু করে ছুটবে ট্রেন, বাড়বে ১০০ টির মতো লোকাল! দমদমের কাজ শেষ হলেই মিটবে সমস্যা, জানাল রেল

বাংলাহান্ট ডেস্ক : প্রায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল হয়েছে শিয়ালদা শাখায়। এছাড়াও একাধিক লোকাল ট্রেন বাতিল হয়েছে হাওড়া-বর্ধমান শাখায়। শতাধিক ট্রেন বাতিলের জেরে আগামী দুদিন হাওড়া ও শিয়ালদা শাখার যাত্রীরা যে চরম দুর্ভোগের সম্মুখীন হতে চলেছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষা রয়েছে আগামী রবিবার। এই অবস্থায় কলকাতা মেট্রো অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে রবিবার সকালে চারটি অতিরিক্ত মেট্রো চালানো হবে। তবে একসাথে এত পরিমান লোকাল ট্রেন বাতিল সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

আরোও পড়ুন : এক ট্রেনেই দিল্লি! ভোটের আগে উত্তরবঙ্গকে নয়া উপহার রেলের, আরও কাছে হল রাজধানী

কৌশিক মিত্রর কথায়, দৈনিক ২৪৪ টি লোকাল ট্রেন চলে শিয়ালদহ শাখার সংশ্লিষ্ট লাইনে। ইন্টারলকিংয়ের কাজ শেষ হলে প্রতিদিন চলাচল করতে পারবে ৩৬৪ টি লোকাল ট্রেন। আরো উন্নত হবে সিগন্যালিং ব্যবস্থা। বাড়বে ট্রেনের গতি। উল্লেখ্য, প্রচুর পরিমাণ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ১৬ মার্চ রাত ১২ টা থেকে ১৮ মার্চ বিকাল ৪টে পর্যন্ত।

আরোও পড়ুন : টিকিট দেয়নি দল, এবার জীবন বড় সিদ্ধান্ত নিলেন সায়ন্তিকা! কি করতে চলেছেন নায়িকা?

১৪৩ টি লোকাল ট্রেন বাতিল হয়েছে শিয়ালদা শাখায়। বিষয়টি নিয়ে রেলের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, এই সময়টাতে অন্য পথে চালানো হবে ৪৬টি ট্রেন। তিনটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট ৫২ ঘণ্টার জন্য। বিভিন্ন কাজের জন্য সাম্প্রতিক অতীতে দফায় দফায় ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া-শিয়ালদহ শাখায়।

Do you know how many local trains run in West Bengal

হাওড়া-বর্ধমান লাইনে ট্রেন বাতিলের সংখ্যা সব থেকে বেশি। ইন্টারলকিংয়ের কাজ কিংবা ওভারহেডের কাজ, আবার কখনো রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, একাধিক কারণের জন্য লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে সাম্প্রতিক অতীতে। প্রায় প্রতি শনি ও রবিবার করে ট্রেন বাতিলের ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর