কিছু না করেই প্রতিমাসে মিলবে লক্ষ লক্ষ টাকা! কোহলি-অভিষেকের এই টিপস কাজে লাগান আপনিও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমাজের প্রতিটি স্তরের মানুষই সময়ের সাথে তাল মিলিয়ে বিনিয়োগের (Investment) মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে বিভিন্ন উপায় অন্বেষণ করছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেতা, ব্যবসায়ী কিংবা খেলোয়াড়েরা প্রত্যেকেই সক্রিয়ভাবে বেশি লাভবান হওয়ার লক্ষ্যে বিনিয়োগের ক্ষেত্রে বৈচিত্র্য আনছেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) তাঁর বাণিজ্যিক সম্পত্তি লিজ দেওয়ার মাধ্যমে লাভজনক রিটার্ন হাসিল করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। এমতাবস্থায়, রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, কোহলি এইভাবে প্রতিমাসে প্রায় ৯ লক্ষ টাকা পান। সর্বোপরি, এইভাবে ভাড়ার আয় বার্ষিক ৫ শতাংশ বৃদ্ধি পাবে বলেও অনুমান করা হচ্ছে।

Use these tips from Virat Kohli-Abhishek to earn money
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কোহলিই একমাত্র ক্রিকেটার নন যিনি রিয়েল এস্টেট সেক্টরে তাঁর উপার্জন বাড়াচ্ছেন। বরং, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি এবং রোহিত শর্মাও বাণিজ্যিক এবং আবাসিক উভয় উদ্দেশ্যেই তাঁদের সম্পত্তি লিজ দিয়েছেন।

আরও পড়ুন: যার জন্য দিয়েছেন Status তিনি না দেখে থাকতে পারবেন না! WhatsApp নিয়ে এল ধামাকাদার ফিচার

এদিকে, বলিউডের বড় বড় ব্যক্তিদের মধ্যে, বচ্চন পরিবার তাঁদের বুদ্ধিদীপ্ত বিনিয়োগের জন্য পরিচিত। এমতাবস্থায়, অভিষেক বচ্চন (Abhishek Bachchan) তাঁদের জুহুর জমকালো বাংলো, Ammu and Vats-এর নিচতলা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে লিজ দিয়েছেন। এই লাভজনক চুক্তিটি ১৫ বছরের। যেটি বচ্চন পরিবারের জন্য ভাড়া থেকে আয়ের যথেষ্ট নিশ্চয়তা দেয়।

আরও পড়ুন: করে দেখাতে পারেননি কোহলি-বাবরেরা! T20 ক্রিকেটে নয়া নজির গড়লেন এই ক্রিকেটার

Zapkey.com-এর রিপোর্ট অনুসারে, বচ্চন পরিবার এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে ১৫-বছরের লিজের চুক্তির বিশদ বিবরণ সহ নথিগুলি প্রকাশিত হয়েছে এবং জানা গিয়েছে যে, অভিষেক বচ্চন বর্তমানে এই ব্যাঙ্ক থেকে ১৮.৯ লক্ষ টাকার মাসিক ভাড়া উপার্জন করছেন। পাশাপাশি, ওই চুক্তিতে সময়ের সাথে সাথে ভাড়া বৃদ্ধির কথাও বলা হয়েছে। এমতাবস্থায়, পাঁচ বছর পর ভাড়া প্রতি মাসে বেড়ে ২৩.৬ লক্ষ টাকা হবে বলেও অনুমান করা হচ্ছে। পাশাপাশি, এক দশক পরে, এই ভাড়া প্রতি মাসে ২৯.৫ লক্ষ টাকা হতে চলেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর