যার জন্য দিয়েছেন Status তিনি না দেখে থাকতে পারবেন না! WhatsApp নিয়ে এল ধামাকাদার ফিচার

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সবথেকে বড় এবং জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে বিবেচিত হচ্ছে WhatsApp। সমগ্ৰ বিশ্বজুড়ে ২০০ কোটিরও বেশি মানুষ এটি ব্যবহার করে। এদিকে, ব্যবহারকারীদের সুবিধার জন্য WhatsApp-এ প্রায়শই বিভিন্ন পরিবর্তন পরিলক্ষিত হয়। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার WhatsApp স্ট্যাটাস সেকশনের জন্য একটি ধমাকাদার ফিচার নিয়ে আসছে। এমতাবস্থায়, আপনিও যদি WhatsApp-এ নিয়মিত স্ট্যাটাস পোস্ট করেন সেক্ষেত্রে এই খবরটি আপনার জন্যও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য যে, যুগের সাথে তাল মিলিয়ে WhatsApp-এর তরফে কিছু নতুন নতুন ফিচার্স যুক্ত করা হচ্ছে। এর মধ্যে কিছু ফিচার্স ব্যবহারকারীদের প্রাইভেসি এবং সেফটির সাথে সম্পর্কিত রয়েছে। পাশাপাশি, কিছু ফিচার্স আবার WhatsApp ব্যবহারের এক্সপিরিয়েন্স তথা অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে। এমন পরিস্থিতিতে, WhatsApp স্ট্যাটাস সেকশনে একটি নতুন ফিচার যুক্ত করতে চলেছে। যেটির মাধ্যমে আপনি যাদের জন্য স্ট্যাটাস পোস্ট করেছেন সেই ব্যবহারকারীরা দ্রুত আপনার স্ট্যাটাস সম্পর্কে তথ্য পাবেন।

WhatsApp has brought great features regarding Status

এখন আর অপেক্ষা করতে হবে না ব্যবহারকারীদের: উল্লেখ্য যে, বর্তমানে WhatsApp স্ট্যাটাস ২৪ ঘন্টা দৃশ্যমান থাকে। এদিকে, অনেক সময়ে ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে স্ট্যাটাস দেন। এমতাবস্থায়, স্ট্যাটাস পোস্ট করার পরে, বারবার চেক করতে হয় যে স্ট্যাটাসটি সেই ব্যক্তি দেখেছেন কি না। তবে, পুরো সময় অতিবাহিত হওয়ার পরেও যদি ওই ব্যক্তি স্ট্যাটাস না দেখে থাকেন তবে সেটি চরম হতাশার কারণ হয়। এবার এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছে WhatsApp। এমন পরিস্থিতিতে, যার জন্য WhatsApp স্ট্যাটাস পোস্ট করা হয়েছে তিনি দেখেছেন কি না এই বিষয়টি জানার জন্য আর অপেক্ষা করতে হবে না।

আরও পড়ুন: হাওড়া থেকে বাঁকুড়া এক ট্রেনেই, মসাগ্রাম লাইন নিয়ে বড় আপডেট দিল রেল, খুশি যাত্রীরা

কনট্যাক্ট মেনশন: মূলত, WhatsApp এবার কনট্যাক্ট মেনশনের অপশন দিয়েছে। সংস্থাটি দীর্ঘদিন ধরে এই ফিচারটি পরীক্ষা করে আসছিল। এখন কোম্পানি বিটা ব্যবহারকারীদের জন্য এটি চালু করেছে। এর মাধ্যমে আপনি যে WhatsApp ব্যবহারকারীকে আপনার স্ট্যাটাসে মেনশন করবেন তিনি তৎক্ষণাৎ আপনার স্ট্যাটাসের নোটিফিকেশন পাবেন।

আরও পড়ুন: করে দেখাতে পারেননি কোহলি-বাবরেরা! T20 ক্রিকেটে নয়া নজির গড়লেন এই ক্রিকেটার

এদিকে, WhatsApp তার এই নতুন ফিচারের নাম দিয়েছে Status Mention। জানা গিয়েছে, WhatsApp Android 2.24.6.19 বিটা আপডেটে এই নতুন ফিচারটি চালু করেছে। এমতাবস্থায়, আপনি যদি এটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি Play Store থেকে WhatsApp-এর বিটা ভার্সন ডাউনলোড করে ইনস্টল করতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর