বাংলাহান্ট ডেস্ক : নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে বর্ধমান রেলস্টেশনকে। অমৃত ভারত প্রকল্পের আওতায় এই কাজ করা হচ্ছে। বাহ্যিক রূপ পরিবর্তন থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়ন, এই স্টেশনকে সাজিয়ে তোলার জন্য রেলের পক্ষ থেকে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। সুপ্রাচীন বর্ধমান স্টেশন পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জংশন।
যাত্রী সুবিধার্থে এই স্টেশনকে নতুনভাবে রূপান্তরিত করা হচ্ছে। শুধু নতুন করে সাজিয়ে তোলা নয়, পরিকাঠামোগত উন্নয়নের জোড় দেওয়া হচ্ছে যাত্রীদের সুবিধার জন্য। বর্ধমান স্টেশনের জন্য প্রথম পর্যায়ে ১৭.৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের কাজ ৪৫% পর্যন্ত সম্পন্ন হয়েছে।
আরোও পড়ুন : আরব থেকেই অযোধ্যার প্রশংসায় পঞ্চমুখ মোদী, মুসলিম বিশ্বের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
অমৃত ভারত প্রকল্পের আওতায় বর্ধমান স্টেশনে যাত্রীদের চলাচলের পথ আরো সুগম করা হচ্ছে। নতুন ভাবে তৈরি করা হচ্ছে যাত্রীদের বসার জায়গা। পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে প্ল্যাটফর্মের। বর্ধমান স্টেশনে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে স্টেশন ভবন। নয়া রূপ দেখলে রীতিমতো তাক লেগে যাবে আপনার।
আরোও পড়ুন : দীঘা যাওয়ার আগে দশবার ভাবুন! রাতে এই সময়ের মধ্যে হোটেলে না ফিরলেই কড়া শাস্তি
নতুনভাবে নির্মাণ করা হচ্ছে শৌচাগার ও টিকিট কাউন্টার। প্ল্যাটফর্মে ও স্টেশনে ঢোকার মুখে নতুনভাবে আলোকসজ্জায় সাজানো হচ্ছে বর্ধমান স্টেশনকে। এর পাশাপাশি বর্ধমান স্টেশনে তৈরি করা হচ্ছে ১২ মিটার চওড়া একটি নতুন ফুট ওভার ব্রিজ। যাত্রীদের সুবিধার জন্য বসানো হচ্ছে নতুন মাইলফলক।
পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘‘বর্ধমান রেল স্টেশনের পুনর্নির্মাণের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে যা যাত্রীদের জন্য পরিকাঠামো ও পরিষেবা প্রদানের ক্ষেত্রে একটি উদাহরণ ও আমাদের অঙ্গীকারের জ্বলন্ত সাক্ষ্য হয়ে থাকবে। পরবর্তী ধাপগুলিতে স্টেশনের সুযোগ-সুবিধা আরও উন্নত করার লক্ষ্যে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’’