বঙ্গবাসীর জন্য সুখবর! এই দুই নতুন রুটে বন্দে ভারত মেট্রো চলার ইঙ্গিত, প্রকাশ্যে এল নয়া রিপোর্ট

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) মানচিত্রে বন্দে ভারত এক্সপ্রেস এক গৌরবময় অধ্যায়। বর্তমানে দেশের একাধিক রুটে এই ট্রেন চলাচল করছে। বাংলাতেও বর্তমানে বেশকিছু রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। রেল যাত্রীদের কাছে বন্দে ভারত এক্সপ্রেস পছন্দের একটি ট্রেন হয়ে উঠেছে।

সেমি হাইস্পিড এই ট্রেন পাল্লা দিচ্ছে ভারতের অন্যান্য ট্রেনকে। তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই ছুটতে পারে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro) । বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান শুরু হতে পারে লোকসভা নির্বাচন মিটে গেলে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিবেগ হতে পারে বন্দে ভারত মেট্রোর। জুলাই মাসে এই ট্রেনের ট্রায়াল রান হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরোও পড়ুন : মা পেট্রোল পাম্পে কর্মরত! খাতা,পেন নিয়ে সেখানেই পড়াশোনা চলছে মেয়ের, এ যেন এক ভিন্ন ছবি

তবে বাণিজ্যিক পরিষেবা এই বছর শুরু হবে না বলেই জানা যাচ্ছে। হিন্দি সংবাদপত্র ‘দৈনিক জাগরণ’-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, একটি বন্দে ভারত মেট্রো শুরু হতে পারে হাওড়া থেকে বিহারের ভাগলপুর রুটে। এই রিপোর্টে বলা হয়েছে সপ্তাহে ছয় দিন এই ট্রেন পরিষেবা দিতে পারে। বুধবার বন্ধ থাকতে পারে পরিষেবা।

আরোও পড়ুন : ‘দুজনার ঠোঁট একই’, ওরাংওটাং কোলে ভিডিও দিতেই কটাক্ষের শিকার নুসরত

সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই বন্দে ভারত মেট্রো ৭ ঘণ্টায় পাড়ি দেবে হাওড়া (Howrah) ও ভাগলপুরের (Bhagalpur) মধ্যে ৪৩৯.৫৭ কিমি রেলপথ। ভাগলপুর থেকে এই ট্রেন ছাড়বে সকাল ৬টা ১৫ মিনিটে এবং হাওড়া এসে পৌঁছাবে দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ। অপরদিকে, ভাগলপুরের উদ্দেশ্যে হাওড়া থেকে এই ট্রেন ছাড়বে দুপুর ২টো ২৫ মিনিটে। এই ট্রেন গন্তব্যে পৌঁছাবে রাত ৯টা ৫৫ মিনিটে।

662db10c652db new vande bharat train 122035709 16x9 1

 

পাশাপাশি জানা যাচ্ছে আরও একটি বন্দে ভারত মেট্রো চলতে পারে পারে মালদা (Malda) থেকে জামালপুর (Jamalpur) রুটে। দৈনিক জাগরণের রিপোর্টে দাবি করা হয়েছে, পূর্ব রেলের পক্ষ থেকে ভাগলপুর-হাওড়া রুটে বন্দে মেট্রো চালানোর ব্যাপারে রিপোর্ট পাঠানো হয়েছে রেল বোর্ডকে। এছাড়াও আরও একটি বন্দে ভারত মেট্রো চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে বিহারের ভাগলপুর থেকে ঝাড়খণ্ডের দেওঘর পর্যন্ত।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর