ফের আরেকটি বন্দে ভারত পাচ্ছে পশ্চিমবঙ্গ! মিলবে প্রচুর সুবিধা, প্রকাশ্যে এল রুট

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের জন্য আরও একটি সুখবর দিল রেল (Indian Railways)। বাংলা দিয়ে চলাচল করবে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। শুরু থেকেই উন্মাদনার তুঙ্গে ছিল ভারতীয় রেলের আধুনিক এই ট্রেন। প্রত্যেক রাজ্যই চাইত তাদের রাজ্যে অন্তত একটি বন্দে ভারত চলুক। রেল কর্তৃপক্ষ অবশ্য কোনও রাজ্যকেই হতাশ করেনি।

দেশের প্রচুর জায়গায় ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে অত্যাধুনিক সেমি হাইস্পিড এই ট্রেন। এই ট্রেন চলাচল করে বাংলাতেও। রেল জানিয়েছে আগামী দিনে ভারতের আরও রাজ্যে এই ট্রেন চালানো হবে। এই আবহেই জানা যাচ্ছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে বাংলার বুক চিরে। তবে নতুন এই বন্দে ভারত বাংলার কোনও স্টেশন থেকে ছাড়বে না। 

আরোও পড়ুন : রেল যাত্রীদের জন্য দুর্দান্ত খবর! এবার অনেক কম টাকা দিয়েই কাটতে পারবেন টিকিট

পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে দক্ষিণ-পূর্ব রেলের এই ট্রেন ছুটবে। একটি প্রতিবেদন অনুযায়ী, বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে বারাণসী থেকে টাটানগর পর্যন্ত। অর্থাৎ দুই প্রান্তিক স্টেশনের কোনটিই অবস্থিত নয় আমাদের রাজ্যে। তবে জানা যাচ্ছে এই ট্রেন ছুটবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে। যদিও রেলের পক্ষ থেকে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

আরোও পড়ুন : দিতে হবে টিকিট! কলকাতার এই বুকিং কাউন্টার ‘বন্ধের’ ঘোষণার পরেও নয়া সিদ্ধান্তের পথে রেল

প্রতিবেদন অনুযায়ী নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়াবে টাটা, পুরুলিয়া, মুরি, লোহারডাঙা, ডালটনগঞ্জ, সাসারাম, ভাবুয়া রোড, দীনদয়াল উপাধ্যায় জংশন এবং বারাণসী স্টেশনে। নতুন এই ট্রেনটি চালু হলে পুরুলিয়াবাসীর যে কপাল খুলে যাবে তা বলাই বাহুল্য। অন্যদিকে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস এর ট্রায়াল রান চলছে বলে জানা গেছে।

vande bharat express

বাংলায় আপাতত চলাচল করে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। সম্ভবত হাওড়া-পাটনা রুটের বন্দে ভারত এক্সপ্রেসটি বাংলার চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর