বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের কথা মাথায় রেখে চলতি বছর রেকর্ড সংখ্যক স্পেশাল ট্রেন চালিয়েছে রেল কর্তৃপক্ষ। একটি পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে প্রায় ৩৭০ টি স্পেশাল ট্রেন চালানো হয়েছে। বিভিন্ন উৎসব ও পার্বণের দিনে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এই স্পেশাল ট্রেনগুলি চালিয়েছে ভারতীয় রেল। যাত্রীরা যাতে নির্বিঘ্নে পর্যটন স্থলে যেতে পারেন সেই কথা মাথায় রেখে রেল এই সিদ্ধান্ত নিয়ে থাকে।
গ্রীষ্মের সময় এপ্রিল থেকে জুন পর্যন্ত ভারতীয় রেল জলপাইগুড়ি–শিয়ালদহ, হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি -হাওড়া ,হাওড়া –রাক্সল, রাক্সল-হাওড়া, দুমকা-রাঁচি এবং কলকাতা-পুরী, পুরী-কলকাতা-এর মতো রুটগুলিতে ৯২ টি স্পেশাল ট্রেন চালাবে। ভারতীয় রেলের মূল উদ্দেশ্য হল ছুটির সময় আরো বেশি করে যাত্রীদের পরিষেবা দেওয়া।
আরোও পড়ুন : কেরিয়ার বরবাদ হওয়ার উপায়! KKR-এ রিঙ্কু সিংকে নিয়ে চলছে মহা ষড়যন্ত্র
অন্যদিকে, জুলাই এবং আগস্ট মাসে ধর্মীয় উৎসবে অংশগ্রহণকারী যাত্রীদের কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে ২২টি শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন চালাবে।দুর্গাপুজো, দীপাবলি এবং ছট উৎসবের কথা মাথায় রেখে পূর্ব রেল সেপ্টেম্বর থেকে বেশ কিছু স্পেশাল ট্রেন চালিয়েছে। এই স্পেশাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি পায় ডিসেম্বর মাসের প্রথম দিকে।
এই বছর এরকম ১৪০ টি ট্রেন চালানো হয়েছে। হোলি উপলক্ষেও ভারতীয় রেল বিশেষ উদ্যোগ নিয়েছিল। শিয়ালদহ, হাওড়া, মালদহ এবং আসানসোল বিভাগে ৪০ টি হোলি স্পেশাল ট্রেন চালানো হয়েছে। উৎসবের সময় বিভিন্ন বার্থ মিলিয়ে ৫৩ হাজারেরও বেশি সিট সংরক্ষণ করা সম্ভব হয়েছে স্পেশাল ট্রেনগুলির ফলে।