শিয়ালদা শাখার এই লাইনের যাত্রীদের জন্য বড় সুখবর! বাড়তে চলেছে ট্রেনের গতি

বাংলাহান্ট ডেস্ক : এবার আরও দ্রুত পৌঁছানো যাবে গন্তব্যে। শিয়ালদা শাখার এই লাইনের যাত্রীদের জন্য রেল বড় সুখবর আনল। ভারতীয় রেল যত সময় যাচ্ছে ততই যাত্রীদের জন্য নিত্য নতুন সুবিধা নিয়ে আসছে। রেলের আধুনিকীকরণ থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ্য, সবদিকেই ভারতীয় রেল সমান নজর দিচ্ছে। ভারতীয় রেলের উপর লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন নির্ভর করেন।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন (Express Train), প্যাসেঞ্জার ট্রেন চালানো হয়ে থাকে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল ফের একবার বড় সিদ্ধান্ত নিল। বিশেষ করে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর। ভারতীয় রেলের নতুন সিদ্ধান্তের কথা শুনলে নিত্যযাত্রীরা আনন্দে লাফিয়ে উঠবেন।

আরোও পড়ুন : ৪ বউ ছেড়ে পঞ্চমবার ছাদনাতলায়! ৯২ বছর বয়সে ফের বিয়ে করছেন ধনকুবের

পূর্ব রেলের পক্ষ থেকে বাংলার একটি লাইন সম্পর্কে বড় ঘোষণা করা হল। কৃষ্ণনগর-লালগোলা লাইন নিয়ে উঠে আসছে বড় খবর। পূর্ব রেলের পক্ষ থেকে নতুনভাবে তৈরি করা হচ্ছে কৃষ্ণনগর-লালগোলা (Krishnanagar Lalgola) লাইনের জলঙ্গী নদীর উপরে অবস্থিত ১৭এ নম্বর ব্রিজটি। মূলত আরো সহজে যাতায়াত ও ট্রেনের গতি বাড়ানোর জন্য এই ব্রিজ পুনর্নির্মাণ করা হচ্ছে। এবার আরো কম সময়ে কৃষ্ণনগর থেকে লালগোলা অবধি যাতায়াত করা যাবে ট্রেনে।

আরোও পড়ুন : ক্যান্সারের যম কাকিমার ‘ম্যাজিক টি’! ডায়াবেটিস থেকে শুরু করে হার্টের সমস্যা, এই চা’য়েই মিলবে মুক্তি

১৯০৫ সালে নির্মিত জলঙ্গি সেতুটি কৃষ্ণনগর ও বাহাদুরপুর স্টেশনের মাঝে অবস্থিত। পুরনো দিনের ইস্পাতের গার্ডার দিয়ে তৈরি সেতু নং ১৭ বা জলঙ্গি সেতুটি। দুর্ঘটনা এড়াতে পূর্ব রেলের পক্ষ থেকে এই ব্রিজ সংস্কার করা হয়। সংস্কারের প্রক্রিয়ার অংশ হিসাবে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ১৫০০ মিলিমিটার ব্যাস ও ৩৪.০৫ মিটার দৈর্ঘ্যের ৭২টি পাইলিংয়ের কাজ।

train new 1

স্প্যান ১ x১৮.৩ মিটার কম্পোজিট গার্ডার, ১ x৪৫.৭ মিটার ওপেন ওয়েব গার্ডার, ২ x৭৬.২ মিটার ওপেন ওয়েব গার্ডার এবং ১ x৩০.৫ মিটার ওপেন ওয়েব গার্ডার সহ জলঙ্গি সেতু নতুনভাবে তৈরি করার জন্য জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হলে দ্রুত শেষ হবে এই ব্রিজের কাজ। কৃষ্ণনগর-লালগোলা সেকশনে এই কাজ সম্পন্ন হলে আরো দ্রুত গতিতে ট্রেন যাতায়াত করতে পারবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর