বাংলাহান্ট ডেস্ক : রেলযাত্রীদের জন্য রইলো বিরাট সুখবর! আরো একটি নতুন ট্রেন চালাবে পূর্ব রেল। প্রচন্ড গরমে যাত্রীদের কথা বিবেচনা করেই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, জাগীরোড ও শিয়ালদহের মধ্যে এসি স্পেশাল ট্রেন চলাচল করবে। পূর্ব রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, জাগীরোড ও শিয়ালদহের মধ্যে উভয় দিক থেকে বারো ট্রিপের জন্য একটি এসি স্পেশাল ট্রেন চলবে। আগামী ১২ এপ্রিল থেকে ২৯ জুন, ২০২৪ পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেন।
নতুন সময়সূচি অনুযায়ী, ১২ এপ্রিল থেকে ২৮ জুন, ২০২৪ পর্যন্ত, প্রতি শুক্রবার স্পেশাল ট্রেন নং. ০৩১০৫ (শিয়ালদহ-জাগীরোড) শিয়ালদহ থেকে সকাল ০৯.০০ টায় রওনা দেবে। পরের দিন জাগীরোড পৌঁছবে সকাল ০৬.৩০ টায়। অন্যদিকে, ১৩ এপ্রিল থেকে ২৯ জুন, ২০২৪ পর্যন্ত স্পেশাল ট্রেন নং. ০৩১০৬ (জাগীরোড-শিয়ালদহ) শনিবার দুপুর ০১.০০ টায় জাগীরোড থেকে রওনা হবে এবং পরের দিন শিয়ালদহ পৌঁছবে দুপুর ০১.০০ টায়।
আরোও পড়ুন : উদ্দেশ্যে ভিক্টোরিয়ায় মেট্রো স্টেশন! কাজ শুরু হতেই কোপ পড়ল ময়দানের ২৯টি গাছে
এই স্পেশাল ট্রেনটি ১৬টি এসি-৩ টিয়ার কামরা নিয়ে তৈরি। উভয় পথে যাত্রার সময় গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদহ টাউন, জঙ্গীপুর রোড, আজিমগঞ্জ, বান্ডেল, নৈহাটি- এই স্টেশন গুলিতে স্টপেজ দেবে। এর আগে সামার স্পেশাল ট্রেন চালিয়ে ভারতীয় রেল বেশ সাফল্য পেয়েছে। ইতিমধ্যেই যে সকল স্টেশন গুলি থেকে প্রচুর মানুষ যাওয়া আসা করেন সেই স্টেশনগুলিকে চিহ্নিত করে, সামার স্পেশাল ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে স্টেশন গুলিতে।
আইআরসিটিসি ওয়েবসাইটে এই স্পেশাল ট্রেনের স্টপেজ সহ সময়সূচির বিশদ বিবরণ পাওয়া যাবে। এমনকি সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে বলে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, জাগীরোড ও শিয়ালদহ রুটের অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা প্রচন্ড গরমের মধ্যে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করার জন্য এই এসি স্পেশাল ট্রেনে চড়তে পারবেন। উত্তরবঙ্গে যাওয়া আসার জন্য সামার স্পেশাল ট্রেন বাড়ানো হচ্ছে।