লেট হচ্ছে ট্রেন ছাড়তে! ক্ষেপে গিয়ে যাত্রীরা যা করল… তুলকালাম হাওড়া স্টেশনে

বাংলাহান্ট ডেস্ক : (Howrah) হাওড়ায় তোলপাড়। ট্রেন (Train) ছাড়তে বিলম্ব করছে। আর তার ফলে বিক্ষুব্ধ হয়ে উঠলেন হাওড়া স্টেশনের (Howrah Station) যাত্রীরা। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল। বিক্ষুব্ধ যাত্রীরা ভেঙ্গে দিলেন স্টেশনের অনুসন্ধান অফিসের কাচ, ডিসপ্লে বোর্ড। এরপর ঘটনাস্থলে উপস্থিত হন রেলের (Indian Railways) আধিকারিকরা।

যাত্রীদের পরিবর্তিত সময়সূচি সম্পর্কে অবগত করেন। তারপর শান্ত হয় পরিস্থিতি। সকাল ৬টা ২০মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল বারবিলগামী জনশতাব্দী এক্সপ্রেসের। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখা মিলছিল না ট্রেনের। কিছু জানানো হচ্ছিল না রেলের পক্ষ থেকেও। তাই বহু যাত্রী সংশয়ে পড়েন।

আরোও পড়ুন : ট্রেনের এসি কোচ থেকে উধাও সাড়ে ৩ লাখ টাওয়েল! নেপথ্যের আসল কাহিনী চমকে দেবে

যাত্রীরা বারবার অনুসন্ধান অফিসে গিয়ে পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তবে অনুসন্ধান অফিসের পক্ষ থেকেও সদুত্তর মেলেনি। তারপরে যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। কিছু যাত্রী বাক-বিতণ্ডায় জড়ান অনুসন্ধান অফিসের কর্মীদের সাথে। শুরু হয় ধস্তাধস্তি। ডিজিটাল ডিসপ্লে বোর্ড ছুড়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে যাত্রীদের বিরুদ্ধে।

আরোও পড়ুন : ভোটার কার্ড থাকলেও দিতে পারবেন না ভোট! বিপদে পড়ার আগে হন সতর্ক

অবস্থা বেগতিক দেখে দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকেরা পৌঁছান ঘটনাস্থলে। কথা বলেন যাত্রীদের সাথে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন তারা। দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডেপুটি ডিসিএম (খড়্গপুর) বলেন,  ‘রেক প্লেসমেন্ট’ করতে সময় লাগছে। তাই এই সমস্যা দেখা দিয়েছে।

IMG 20240423 164131

 

ট্রেন ছাড়তে কেন বিলম্ব হয়েছে সেই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানা গেছে রেল সূত্রে। সেই রিপোর্ট আসলে জানা যাবে ট্রেন লেটের কারণ। এরপর হাওড়া স্টেশনের ২০ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ১০টা নাগাদ রওনা দেয় জনশতাব্দী এক্সপ্রেস। তবে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা গিয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর