দুর্দান্ত ঘোষণা ভারতীয় রেলের! তিরুপতির উদ্দেশ্যে চলবে স্পেশ্যাল ট্রেন, প্রকাশ্যে এল রুট সহ সময়সূচি

বাংলাহান্ট ডেস্ক : তিরুপতি-গুয়াহাটি একমুখী স্পেশ্যাল ট্রেন চালু করলো ভারতীয় রেল। যাত্রীদের চাহিদা মেনে পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মূলত যাত্রীদের অতিরিক্ত ভিড় কমানোর জন্যই দুই দিক থেকে মোট ১৩ টা ট্রিপের জন্য স্পেশ্যাল ট্রেনের পরিষেবা স্পেশ্যাল ট্রেনের পরিষেবা মিলবে।

 জানা গিয়েছে যে, জুন, ২০২৪ পর্যন্ত ট্রেন নং. ০২৫২৫/০২৫২৬ (কামাখ্যা – আনন্দ বিহার টার্মিনাল – কামাখ্যা) স্পেশ্যাল-এর পরিষেবা জারি থাকবে। একই ভাবে ৫ এপ্রিল থেকে ২৮ জুন, ২০২৪ পর্যন্ত ট্রেন নং. ০২৫২৫ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) স্পেশ্যাল ট্রেন প্রতি শুক্রবার কামাখ্যা থেকে রাত্রি ১০:৪৫টায় রওনা দিয়ে আনন্দ বিহার টার্মিনালে এসে পৌঁছবে রবিবার সকাল ৮:৫০ টায়।

আরোও পড়ুন : শিক্ষকদের জন্য দারুণ খবর, বড় ঘোষণার পথে রাজ্য সরকার! তবে রয়েছে একটি দুশ্চিন্তা

ফেরত যাত্রার সময়,৭ এপ্রিল থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত প্রতি রবিবারে আনন্দ বিহার টার্মিনাল থেকে বিকেল ৫:২০টায় রওনা ট্রেন নং. ০২৫২৬ (আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা) স্পেশ্যাল ট্রেন। মঙ্গলবার ভোর ৩:৪০টায় কামাখ্যা পৌঁছবে এই ট্রেন। শুধু তাই নয়, তিরুপতি তীর্থযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে গুয়াহাটির জন্য একমুখী স্পেশাল ট্রেন চালাতে তৎপর ভারতীয় রেল। ২৩ টি কোচের এই ট্রেনটিতে ট্রেনটি এসি ৩-টিয়ার এবং স্লিপার ক্লাস কোচ থাকছে।

আরোও পড়ুন : এপ্রিলে মিলবে অতিরিক্ত রেশন, অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা! কারা পাবেন? জানুন

 ৩ এপ্রিল ২০২৪ তারিখে তিরুপতি থেকে রাত্রি ১২:০০ টায় রওনা দেবে ট্রেন নং. ০৭০৪২ (তিরুপতি-গুয়াহাটি) স্পেশাল। এই ট্রেন গুয়াহাটি পৌঁছবে ৫ এপ্রিল, ২০২৪ সকাল ৯:১৫ টায়। বিজয়ওয়াড়া জং, রাজামুন্ড্রি, সামলকোট, বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম রোড, খুর্দা রোড জং, কটক, বালাসোর, খড়গপুর জং., ডানকুনি, রামপুর হাট, মালদা টাউন, কিষাণগঞ্জ, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বঙাইগাঁও ও গোয়ালপাড়ার উপর দিয়ে চলাচল করবে।

maxresdefault (17)

আইআরসিটিসি ওয়েবসাইটে এই সকল ফ্রেন্ডগুলির স্টপে থেকে শুরু করে সময়সূচির বিশদ বিবরণ মিলবে। শুধু তাই নয় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কৌশল মিডিয়া প্লাটফর্মেও সময়সূচি দেওয়া হয়েছে। যাত্রা শুরু করার আগে এই বিষয়ে ভালো করে দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর