কোহলি নন, টিম ইন্ডিয়ায় বেশি গালিগালাজ করেন এই ক্রিকেটার! ফাঁস করলেন শ্রেয়স আইয়ার

বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League)-এর মাঝেই ভারতের (India) বিধ্বংসী ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের সম্পর্কে একটি বড় তথ্য প্রকাশ করেছেন। মূলত, শ্রেয়াস আইয়ার এবং রোহিত শর্মা (Rohit Sharma) “দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো”-তে গিয়েছিলেন। সেই সময়ে শ্রেয়স আইয়ারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতীয় দলের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি গালিগালাজ করেন? তার পরিপ্রেক্ষিতে শ্রেয়স যা জানান সেটি জানলে অবাক হবেন আপনিও।

কি জানিয়েছেন তিনি: অনেকেই মনে করতে পারেন যে, বিরাট কোহলিই হয়তো ভারতীয় দলে সবচেয়ে বেশি গালিগালাজ করেন, তবে আইয়ার কিন্তু কোহলির নাম নেননি। ওই শো চলাকালীন, কপিল শর্মা শ্রেয়স আইয়ারকে জিজ্ঞেস করেছিলেন যে, কোন প্লেয়ারের ফোনটি স্পিকারে রেখে আপনি কথা বলতে পারবেন না। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আইয়ার নাম নেন রোহিত শর্মার।

এদিকে, তাঁকে কারণ জিজ্ঞেস করা হলে আইয়ার বলেন, রোহিত শর্মা অনেক গালিগালাজ করেন। সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং রোহিত। আইয়ার বলেন, “ভুল করেও আমি রোহিতের ফোন স্পিকারে রেখে কথা বলি না।” কপিল এই বিষয়ে রোহিত শর্মাকে নিয়ে মজাও করেছিলেন যে, এখন উভয় প্রান্তে স্টাম্পে মাইক ইনস্টল করা হয়েছে। এর কারণে, রোহিত শর্মা যাই বলুক না কেন, সমস্ত দর্শক তা রেকর্ড করতে এবং শুনতে পারে। তবে, আইয়ারের বক্তব্য থেকে স্পষ্ট যে দলের সবচেয়ে গালিগালাজ করা খেলোয়াড় বিরাট কোহলি নয় বরং তিনি হলেন রোহিত শর্মা।

আরও পড়ুন: ধোনিদের বিরুদ্ধে ম্যাচের আগে KKR দলে বড় ধাক্কা! চরম চিন্তায় গৌতম গম্ভীর

এদিকে, রোহিতকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কোন খেলোয়াড়ের সাথে তার রুম ভাগ করতে চান না, তখন ভারতীয় দলের অধিনায়ক শিখর ধাওয়ান এবং ঋষভ পন্থের নাম নিয়েছিলেন। তিনি জানান যে, “ধাওয়ান এবং পন্থ দু’জনেই খুব নোংরা। দু’জনের রুমটাও খুব নোংরা। জিনিসপত্র এখানে-ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে।”

আরও পড়ুন: ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার পৌঁছে গেল সর্বোচ্চতে, মাত্র ৭ দিনেই বৃদ্ধি ২.৯৫ বিলিয়ন ডলার

পাশাপাশি, ওই শো-তে কিন্তু শ্রেয়াস আইয়ার ম্যাজিকও দেখান। তিনি তাস দিয়ে ম্যাজিক দেখাতে পারেন। এই শোতে, যখন আইয়ারকে কিছু ম্যাজিক দেখাতে বলা হয়েছিল তখন আইয়ার তা প্রদর্শন করেন। যেটি রোহিত এবং কপিলের পাশাপাশি দর্শকদেরও অবাক করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর