ঐতিহাসিক সিদ্ধান্ত! এবার বাঁচবে আরোও সময়, গোটা দেশজুড়ে বড়সড় সিদ্ধান্তের পথে ভারতীয় রেল

বাংলাহান্ট ডেস্ক : দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাতায়াতের জন্য সবচেয়ে সস্তা আরামদায়ক জার্নি হল ট্রেন জার্নি। ভারতীয় রেল অবশ্য যাত্রীদের সুবিধার্থে নানান ধরনের নতুন নতুন প্ল্যানিং করে থাকে। ট্রেনের গতি বৃদ্ধি থেকে শুরু করে অত্যাধুনিক পরিষেবা প্রদান, সময়ের সঙ্গে সঙ্গেই পাল্টেছে সবকিছু। এবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে গতি বাড়ছে ট্রেনগুলির।

বিগত কয়েক বছর ধরে উত্তর-পূর্ব রেলওয়ে একাধিক রেল লাইন আপগ্রেডেশনের কাজ করছে। যাত্রীদের আরো আরামদায়ক ও সুরক্ষিত ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার জন্য ২০২৩-২৪ অর্থবর্ষে রেলওয়ে বোর্ড একাধিক ট্র্যাক নবীকরণ করেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ২৫৭.৯৮ টিকেএম থ্রু নবীকরণ, ২১০.৭১ টিকেএম থ্রু স্লিপার নবীকরণ এবং ২৬৪.১৬ সিটিআর ইউনিট সম্পূর্ণ ট্র্যাক নবীকরণ সম্পন্ন হয়েছে। 

আরোও পড়ুন : কনফার্ম খবর! এবার এই জনপ্রিয় রুটেই চলবে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত, দেখুন ভাড়া কত

ব্যালাস্টিং কাজে নির্ধারিত লক্ষ্যমাত্রা ৫ লক্ষ কিউবিক মিটারের পরিবর্তে ৭.২৭ লক্ষ কিউবিক মিটার কাজ অগ্রসর হয়েছে। অন্যদিকে, ১৩৪টি থিক ওয়েব সুইচ স্থাপন করা সম্ভব হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে পথ সুরক্ষা কাজের অংশ হিসেবে ২০টি রোড ওভার ব্রিজ (আরওবি) এবং ৪৮টি রোড আন্ডার ব্রিজ (আরইউবি) খুলে দেওয়া হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে।

Indian Railways reduced passenger fares before Election.

লুপ লাইনের উপর ট্রেনের গতি বৃদ্ধি করা হয়েছে ঘন্টায় তিরিশ কিলোমিটার পর্যন্ত। সেকশনাল গতি প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি হয়েছে ২০২৪-এর মার্চ মাস পর্যন্ত। রেলওয়ে ব্রিজ পর্যবেক্ষণের উদ্দেশ্যে স্ট্রাকচারাল হেল্থ মনিটরিং, ৩ডি স্ক্যানিং অব রিভার বেড, আরওআরভি (রিমোট অপারেটেড রোবোটিক ভেহিক্যাল) এর মতো আধুনিক প্রযুক্তি চালু করা হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর