বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক বছরে ভারতীয় রেল (Indian Railways) একের পর এক নতুন উদ্যোগ গ্রহণ করেছে যাত্রীদের সুবিধার্থে। বিভিন্ন স্টেশনের মানোন্নয়ন থেকে শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস, ভারতীয় রেল এগিয়ে চলেছে নতুন বিকাশের পথে। তবে ভারতের সাধারণ রেল যাত্রীদের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস।
অত্যাধুনিক সেমি হাইস্পিড এই ট্রেন আজ গোটা দেশে রাজ করছে। এবার বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) নিয়ে উঠে আসছে বড় একটি খবর। এবার বন্দে ভারতে চেপে চোখের নিমেষে পৌঁছে যাওয়া যাবে দিল্লি। ভারতীয়দের যাতায়াতের জন্য প্রথম পছন্দ রেল। রেলে করে যাতায়াত একদিকে যেমন সাশ্রয়ী, অন্যদিকে দ্রুত।
আরোও পড়ুন : মাত্র ৮৭ টাকা থেকে ১১ লাখ! অবাক হচ্ছেন? LIC’র এই পলিসিতেই হবে বাজিমাত
এবার যাত্রীরা বন্দে ভারতে করে দিল্লি যেতে পারবেন অত্যন্ত দ্রুততার সাথে। সূত্রের খবর, খুব শীঘ্রই আগ্রা থেকে দিল্লি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। বন্দে ভারতে চেপে মাত্র দেড় ঘণ্টায় আগ্রা থেকে পৌঁছে যাওয়া যাবে দিল্লি। জানা যাচ্ছে, এই রুটে ট্রায়াল রান শুরু হতে পারে আগামী জুলাই মাস থেকে। আগ্রা থেকে দিল্লির মধ্যে বন্দে ভারত ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে ছুটবে বলেও জানা গেছে।
নতুন এই বন্দে ভারত আগ্রা থেকে দিল্লি পর্যন্ত ২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। এই ২০০ কিলোমিটার পথ বন্দে ভারতে করে যেতে লাগবে মাত্র দেড় ঘন্টা। আগ্রা ক্যান্টনমেন্ট থেকে নিউ দিল্লি (New Delhi) পর্যন্ত যাতায়াত করতে পারে এই ট্রেন। সূত্রের খবর, নতুন এই বন্দে ভারত আগ্রা (Agra) থেকে ছাড়তে পারে ভোর ৫.৫০ মিনিটে।