বড়সড় বদল বন্দে ভারতে! এবার সহজেই মিলবে মনের মত সিট! যাত্রীদের জন্য দুর্দান্ত ঘোষণা রেলের

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের জন্য ফের বড় উদ্যোগ ভারতীয় রেলের (Indian Railways)। ভারতীয় রেল (Indian Railways) অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের পরিষেবার মান আরো উন্নত করতে। যাত্রী পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রেলওয়ে। একদিকে যেমন বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মতো প্রিমিয়াম ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে, তেমনই অন্যদিকে বসানো হচ্ছে নতুন নতুন রেলপথ।

বন্দে ভারত (Vande Bharat Express) নিয়ে বড় ঘোষণা রেলের (Indian Railways)

এই আবহেই খবর আসছে বন্দে ভারতে কোচের সংখ্যা বৃদ্ধি করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ভারতীয় রেলের মানচিত্রে নতুন পালক যোগ করেছে। যতদিন যাচ্ছে ততই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের। ধীরে ধীরে একাধিক রুটে নামানো হচ্ছে বন্দে ভারত। এতদিন পর্যন্ত ৮ বা ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস চলত। তবে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে রেল (Indian Railways) সিদ্ধান্ত নিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের কোচের (Coach) সংখ্যা বাড়ানোর।

আরোও পড়ুন : এই দিন আসছে বড়বদল! পাল্টে যাবে কলকাতা মেট্রোর সময়সূচি! কতক্ষণ মিলবে পরিষেবা?

রেলের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানসইজেশনের অনুমোদন পাওয়ার পর শুরু হয়েছে ট্রায়াল রান প্রক্রিয়া। রেলের (Indian Railways) তরফে আরপিএফ মোতায়েন করা হয়েছে যাতে ট্রায়াল রানে কোনও রকম সমস্যা না হয়। সূত্রের খবর, ৯ আগস্ট আমেদাবাদ থেকে সুরাট পর্যন্ত ২০ কোচের বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ট্রায়াল রান হয়েছে। এই ট্রেনটির গতিবেগ রাখার কথা ছিল ঘন্টায় ১৩০ কিলোমিটার। এই ট্রায়াল রানের মাধ্যমে ট্রেন ও ট্র্যাক দুইয়েরই পরীক্ষা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Railways started special services for passengers

যেখানে আমেদাবাদ থেকে মুম্বাই ট্রেনে সাড়ে পাঁচ ঘণ্টা মতো সময় লাগে, সেখানে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু হলে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা কমেই পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। এছাড়াও ট্র্যাক আপগ্রেডেশনের  কাজ করা হবে মুম্বাই-সুরাট-ভাদোদরা-দিল্লি করিডোরে। তারপর ঘন্টায় ১৩০ কিলোমিটারের বদলে ১৬০ কিলোমিটার গতিবেগে চলতে পারবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই কাজের জন্য আনুমানিক ১০০০০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। এরমধ্যে ওয়েস্টার্ন রেলওয়ে দেবে ৩৯৫৯ কোটি টাকা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর