বিশ্বের দ্রুততম ট্রেনগুলির সাপেক্ষে কত গতিতে ছুটছে বন্দে ভারত! প্রথম দশে ঠাঁই পেল?

বাংলাহান্ট ডেস্ক : আধুনিক ভারতীয় রেলের (Indian Railways) গর্ব ভারতের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বর্তমানে গোটা দেশে ১৮ টি রুটে এই ট্রেন চলাচল করছে। সরকারের লক্ষ্য আগামী কয়েক মাসের মধ্যে গোটা দেশে অন্তত ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস চালানোর। এই ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিবেগে চলাচল করতে পারে।

তবে আপাতত এই ট্রেন সর্বোচ্চ ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে চলে। তবে চিনের ম্যাগলেব ট্রেনকে বিশ্বের দ্রুতগামী ট্রেন বলা হয়ে থাকে। চিন সরকার দাবি করে এই ট্রেন ঘণ্টায় ৬০০ কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী CR400 Fuxing হল বিশ্বের দ্বিতীয় দ্রুততম ট্রেন।

জানা গিয়েছে এই ট্রেন পরীক্ষামূলক সফরে ঘণ্টায় ৪২০ কিলোমিটার গতিবেগে ছুটেছে। তবে বাণিজ্যিক ব্যবহারের সময় এটি ৩৫০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ছোটে। ১৬ টি কোচের এই ট্রেনে একসাথে ১২০০ যাত্রী সফর করতে পারে।
এছাড়াও, জার্মানির আইসিই৩ হল বিশ্বের তৃতীয় দ্রুততম ট্রেন। এর গতিবেগ ঘণ্টায় 330 কিলোমিটার।

বাণিজ্যিক ব্যবহারের সময় এটি ৩০০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ছোটে। এছাড়াও দ্রুতগতির ট্রেনের মধ্যে রয়েছে জাপান রেলওয়েজ ইস্ট সিরিজের ই৫ বুলেট ট্রেন। ৭৩১ টি আসন বিশিষ্ট এই ট্রেন ঘন্টায় ৩২০ কিমি গতিবেগে দৌড়াতে সক্ষম। এছাড়া বিশ্বের দ্রুতগতির ট্রেনগুলির মধ্যে রয়েছে সারা বিশ্বের বেশ কয়েকটি ট্রেন আছে।

1145218 high speed rail

সেগুলো হলো, টিজিভি, মরক্কোর আল বোরাক, স্পেনের এভিই এস-১০৩, দক্ষিণ কোরিয়ার কেটিএক্স, ইতালির Trenitalia ETR1000। এই প্রত্যেকটি ট্রেনই ঘন্টায় 300 থেকে 400 কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম। সেক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেস এর সর্বোচ্চ গতি হল ঘন্টায় ১৮০ কিলোমিটার। এই হিসাব থেকেই স্পষ্ট বিশ্বের সেরা হাইস্পিড ট্রেনগুলোর তালিকায় ভারতের বন্দে ভারত আসে না।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর