বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে সুখবর পশ্চিমবঙ্গবাসীদের জন্য। ফের দুটি বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা। জানা যাচ্ছে এই দুটি বন্দে ভারত উদ্বোধন হবে পুজোর আগেই। নতুন এই দুটি বন্দে ভারত হাওড়া থেকে পরিষেবা দেবে। বর্তমানে পশ্চিমবঙ্গে তিনটি বন্দে ভারত চলাচল করে। হাওড়-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এবং হাওড়া-পুরী রুটে চলে এই তিনটি বন্দে ভারত।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নতুন একটি বন্দে ভারত চলবে হাওড়া থেকে বিহারের রাজধানী পাটনা পর্যন্ত। নতুন এই বন্দে ভারতের (Vande Bharat Express) ফলে দূরত্ব অনেকটাই কমে যাবে বাংলা ও বিহারের মধ্যে। সূত্রের খবর, নতুন এই বন্দে ভারত আগস্ট মাসেই উদ্বোধন হতে পারে। অন্যদিকে, বহু প্রতীক্ষিত হাওড়া-রাঁচি বন্দে ভারত চালু হবে পুজোর আগেই।
এই বন্দে ভারতটি হাওড়া থেকে টাটানগর হয়ে রাঁচি যাবে। ট্রেনের রুট ও ভাড়া সম্পর্কে শীঘ্রই সিদ্ধান্ত নেবে রেল। রাঁচি-হাওড়া রুটের জন্য বন্দে ভারতের কোচ ২৮ শে জুলাই পাঠিয়েছে আইসিএফ কোচ ফ্যাক্টরি। ফ্যাক্টরির পক্ষ থেকে পাঠানো হয়েছে মোট আটটি কোচ।রাঁচি-হাওড়া রুটের বন্দে ভারতের বিস্তারিত স্টপেজ সম্পর্কে আলোচনা চলছে। রেল কর্তৃপক্ষ বিকল্প হিসাবে দুটি রুট প্রস্তাব করেছে।
প্রস্তাবিত দুটি রুট হল: রাঁচি – মুড়ি – ঝালদা – পুরুলিয়া – বড়ভূম – টাটানগর – ঘাটশিলা – চাকুলিয়া – ঝাড়গ্রাম – খড়গপুর এবং রাঁচি – মুরি – বোকারো – ধানবাদ। পাটনা-হাওড়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের এক্সেকিউটিভ চেয়ার কারের ভাড়া ২৬৫০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, এসি চেয়ার কারের ভাড়া হতে পারে ১৪৫০ টাকা।