সাবধান! এই কাজগুলো ভুলেও করবেন না ট্রেনে! দিতে হবে মোটা টাকা ‘ফাইন’, হতে পারে জেলও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) আজ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। অফিস যাত্রা হোক কিংবা ঘুরতে যাওয়া, সব ধরনের যাত্রার জন্য যাত্রীদের প্রথম পছন্দ রেল। তবে বৈধভাবে রেল যাত্রা না করলে যাত্রীদের পড়তে হতে পারে শাস্তির মুখে। কোন ভুলের জন্য কী জরিমানা হতে পারে সেই বিষয়ে আজ আলোচনা করব এই প্রতিবেদনে।

ভারতীয় রেলে (Indian Railways) এই কাজগুলি করা অপরাধ

অনেকেই রয়েছেন যারা টিকিট (Ticket) না কেটেই রেল যাত্রা করেন। রেলের (Indian Railways) আইনে এটি অত্যন্ত বড় অপরাধ। টিকিট না কেটে রেল যাত্রা করলে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। টিকিট না কেটে রেল সফর করলে নূন্যতম ২৫০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা (Fine) হতে পারে।

আরোও পড়ুন : TRP নেই! শেষ হচ্ছে ‘তোমাদের রানী’, জানিয়ে দিলেন অভিকা! অন্তিম সম্প্রচার কবে?

এছাড়াও ছয় মাসের জেল হতে পারে শাস্তি হিসেবে। জরিমানার পাশাপাশি নেওয়া হতে পারে টিকিটের দাম। এক ধরনের কোচের টিকিট কেটে অন্য কোচে উঠলে জরিমানা ধার্য হতে পারে। টিকিট পরীক্ষক সেক্ষেত্রে জরিমানার পাশাপাশি ওই কোচের ভাড়াও নিতে পারেন।ভারতীয় রেলে নিষিদ্ধ ধূমপান (Indian Railways)। সিগারেট, বিড়ি ট্রেনের মধ্যে খেলে হতে পারে জরিমানা।

Local Train

 

এছাড়াও মদ্যপান করে ট্রেনে উঠলেও জরিমানা হতে পারে। এক্সপ্রেস ট্রেনে সফর করার সময় সর্বদা নিজের পরিচয় পত্র কাছে রাখতে হয়। টিকিটের পাশাপাশি পরিচয় পত্র টিকিট পরীক্ষককে না দেখাতে পারলে জরিমানা হতে পারে। এছাড়াও নির্দিষ্ট কারণ ছাড়া ট্রেনের চেইন টানলে জরিমানা হতে পারে। নূন্যতম ১ হাজার টাকা জরিমানা বা এক বছরের জেল অথবা এই দুই-ই হতে পারে শাস্তি হিসেবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X