বাংলাহান্ট ডেস্ক: যত সময় যাচ্ছে ততই ভারতীয়দের নিজেদের আরও উন্নত করার চেষ্টা চালাচ্ছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। একাধিক নতুন রুট সূচনা থেকে শুরু করে প্রিমিয়াম ট্রেন লঞ্চ। ভারতীয় রেল মানেই এখন খবরের শিরোনামে। তবে এই আবহে একটি ট্রেন বন্ধ করতে চলেছে ভারতীয় রেল।
আপনি কি উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য একটি দুঃসংবাদ রয়েছে। ভারতীয় রেল এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যার কারণে উত্তরবঙ্গের যাত্রীরা সমস্যায় পড়বেন। এমনকি যারা এই ট্রেনের টিকিট কেটেছেন তাদের জন্য বড় সমস্যা দেখা দেবে। আসলে অবসর নিতে চলেছে উত্তরবঙ্গগামী একটি ট্রেন।
আরোও পড়ুন : রেহাই পাবে না কোনো জেলাই! একটু পরই উঠবে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হাই অ্যালার্ট, আবহাওয়ার মেগা খবর
বিগত বেশ কয়েক বছর ধরে গৌড় এক্সপ্রেস চলাচল করছিল শিয়ালদা ও বালুরঘাটের মধ্যে। যারা উত্তরবঙ্গ ভ্রমণে যেতেন তাদের কাছে অন্যতম ভরসার নাম ছিল এই গৌড় এক্সপ্রেস। তবে জানা যাচ্ছে এই ট্রেনটি এবার বন্ধ হতে চলেছে। অবাক লাগছে নিশ্চয়ই? অনেকের কাছে এটি অবিশ্বাস্য মনে হলেও সত্যি।
আরোও পড়ুন : মন্দিরের আয়ে ১০% কর! কর্ণাটকের কংগ্রেস সরকার বিল আনতেই চারিদিকে বিতর্কের ঝড়
লক্ষ্মীবারেই পথচলা শেষ হচ্ছে জনপ্রিয় এই ট্রেনের। গৌড় এক্সপ্রেসের পথ চলা শুরু আজ থেকে প্রায় কুড়ি বছর আগে। শিয়ালদা -বালুরঘাটের মধ্যে গৌড় লিংক এক্সপ্রেস ট্রেন দিয়ে ২০০৪ সালে প্রথম এই ট্রেন পথ চলা শুরু করে। কলকাতার সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে বালুরঘাটবাসীর অন্যতম প্রধান মাধ্যম ছিল এই গৌড় এক্সপ্রেস।
যাত্রী চাহিদার কথা মাথায় রেখে শিয়ালদহ-বালুরঘাটের মধ্যে এক্সপ্রেস ট্রেন শুরু হয়েছে। এই অবস্থায় তাই রেল কর্তারা মনে করছেন গৌড় এক্সপ্রেসের আর প্রয়োজন নেই। আগামী ২২ তারিখ থেকে এই ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে। যদিও মালদা টাউন (Malda Town) পর্যন্ত এই গৌড় এক্সপ্রেস চলবে।