হাওড়া-শিয়ালদহ লাইনে দুর্ভোগ, বাতিল একাধিক লোকাল, রুট পাল্টাল বহু ট্রেন! বিপদে পড়ার আগে দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : ভারতের লাইফ লাইন হল ট্রেন পরিষেবা। ট্রেনের উপর নির্ভর করে অধিকাংশ ভারতীয় নিজেদের গন্তব্যে পৌঁছান। স্থানীয় কোথাও যাওয়ার জন্য রয়েছে লোকাল ট্রেন ও দূরবর্তী স্থানে যাওয়ার জন্য রয়েছে দূরপাল্লার ট্রেন। এই ট্রেন পরিষেবার উপর নির্ভর করে বহু মানুষ নিজেদের জীবিকার স্থানে পৌঁছান। এছাড়াও গ্রাম ও মফস্বলের ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজ যাওয়ার জন্য বেছে নেন ট্রেনকে।

তবে ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে গত কয়েক বছরের বেশ কিছু উন্নয়ন মূলক কাজ করা হচ্ছে। যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে ট্র্যাকে নামানো হয়েছে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়াও বিভিন্ন ধরনের লোকাল ও দূরপাল্লার ট্রেনে আনা হচ্ছে বদল। যাত্রী সুরক্ষায় নিয়মিত মেরামতি করা হচ্ছে রেল লাইনগুলিতে। সিগন্যালিং এর উন্নতির জন্য নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ।

রেলের এই কাজগুলির জন্য মাঝেমধ্যেই বন্ধ থাকছে ট্রেন পরিষেবা। ট্রেন পরিষেবা বন্ধ থাকায় সমস্যার মুখে পড়ছেন নিত্যযাত্রীরা। এবার ফের একবার ট্রেন পরিষেবা বন্ধ থাকার খবর উঠে আসছে। শনি ও রবিবার হাওড়া-শিয়ালদা শাখায় বাতিল করা হয়েছে কিছু ট্রেন। ২৬ ও ২৭ তারিখ কিছু ট্রেনের গতিবিধি পরিবর্তন করা হয়েছে ডায়মন্ড হারবার ও বনগাঁ রুটে।

আরোও পড়ুন : টিকিট তো কাটেনই! কিন্তু দেখুন, গোটা ট্রেনটাই ভাড়া করতে কত দিতে হবে আপনাকে

জানা যাচ্ছে এই লাইনগুলিতে চলবে ট্র্যাফিক ব্লক এবং রক্ষণাবেক্ষণ। সেই জন্যই এই ট্রেন বাতিল। ৩৪৮৬০ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল শনিবার চলবে মগরাহাট স্টেশন পর্যন্ত। ৩৪৮১১ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল রবিবার ছাড়বে মগরাহাট স্টেশন থেকে। চাঁদপাড়া স্টেশন পর্যন্ত চলবে ৩৩৮৬৩ শিয়ালদহ-বনগাঁ লোকাল। 

Local

৩৩৮১২ লোকাল বনগাঁর পরিবর্তে রবিবার বনগাঁর পরিবর্তে ছাড়বে চাঁদপাড়া স্টেশন থেকে। নির্ধারিত সময়ের ১০ মিনিট পর ছাড়বে ৩৩৮১৪ বনগাঁ-শিয়ালদহ লোকাল। এছাড়াও বাতিল করা হয়েছে হাওড়া থেকে ৩৬৮২৫, ৩৬৮২৭, বর্ধমান থেকে ৩৬৮৪২, ৩৬৮৪৪, ব্যান্ডেল থেকে ৩৭৫৩৬, ৩৭৫৩৮, নৈহাটি থেকে ৩৭৫৩৫, ৩৭৫৩৭ নম্বরের লোকাল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর