বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) প্রতিনিয়ত নিজেদের উন্নত করার চেষ্টা চালাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তায়। এবার আরো একটি ভালো খবর উঠে আসছে রেলের পক্ষ থেকে। এতদিন পর্যন্ত ভারতের সাথে পাকিস্তান ও বাংলাদেশের রেল সংযোগ ছিল।
তবে জানা যাচ্ছে এবার ভারতীয় রেল পরিষেবা বিস্তার করতে চলেছে মায়ানমার ও ভুটানে। অর্থাৎ ভারতীয় রেল এবার থেকে পরিষেবা দেবে চারটি আন্তর্জাতিক রুটে। এগুলির মধ্যে দুটি হল সমঝোতা এক্সপ্রেস এবং থার লিঙ্ক এক্সপ্রেস। এই ট্রেন দুটি ভারত ও পাকিস্তানের মধ্যে সংযোগস্থাপন করে।
মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস ট্রেন দুটি চলাচল করে ভারত ও বাংলাদেশের মধ্যে। ভুটান (Bhutan) ও মায়ানমারের (Myanmar) সাথে ভারতীয় রেলপথের সংযোগ হলে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক আরও নিবিড় হবে বলাই যায়। নতুন ট্রেনে করে বিদেশ ভ্রমণের কথা সামনে আসতেই মুখে হাসি ফুটেছে আমজনতার।
ভারত- মায়ানমার রেল সংযোগ প্রকল্প: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে একটি বিবৃতিতে জানিয়েছে, ‘অ্যাক্ট ইস্ট’ পলিসির অংশ হিসাবে রেল পথের মাধ্যমে মায়ানমার সীমান্তের সাথে যুক্ত করা হবে ভারতের মিজোরামকে। মায়ানমার সীমান্তের কাছে মিজোরামের হবিচুয়াহ থেকে সাইরাং (আইজল) পর্যন্ত 223 কিলোমিটার পথে সমীক্ষা চালানোর অনুমতি দিয়েছে ভারতীয় রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানাচ্ছে, মায়ানমারের সিটওয়ে বন্দরের মাধ্যমে এই রেল পথ উত্তর-পূর্ব ভারতের পণ্য পরিবহন খরচ ও সময় অনেকটাই কমিয়ে দেবে। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল উদ্বোধন করেন মায়ানমারের সিটওয়ে বন্দর।
ভারত- ভুটান রেল সংযোগ প্রকল্প: জানা যাচ্ছে ভারতীয় রেল খুব শীঘ্রই ভারত ও ভুটানের মধ্যে আন্তর্জাতিক রেল পরিষেবা শুরু করতে চলেছে। জানা যাচ্ছে ভারতবর্ষ থেকে এই রেলপথটি শুরু হবে অসম থেকে। রেল বোর্ডের ধারণা এই লাইন শুরু হলে দুই দেশের পর্যটন ক্ষেত্র আরো উন্নত হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ভারত ও ভুটানের মধ্যে রেল পরিষেবা খুব শীঘ্রই শুরু হবে।পররাষ্ট্রমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর জানিয়েছেন, “আমরা আলোচনা করছি ভুটান ও আসামের মধ্যে ট্রেন সংযোগ নিয়ে। পর্যটকদের জন্য জন্য যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে ইচ্ছুক ভুটান। এই প্রকল্প আসামের জন্যও বেশ ভালো হতে চলেছে।”